সিবিআইকে চোর বলতে গিয়ে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপালেন দেবাংশু ভট্টাচার্য

debangshu bhattacharya alleged cbi as the thief


দেবাংশু ভট্টাচার্য বিস্ফোরক অভিযোগ করলেন যদি এই অভিযোগ সত্য হয় তাহলে দুনিয়াটাকেই কেমন সন্দেহের চোখে দেখতে হবে


Cick To Join Our - Whatsapp Group


আর সেটা করতে গিয়ে তিনি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপালেন আপনার আমরা সবাই টিভির পর্দায় চোখ রেখে দেখেছি সারারাত ধরে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়িতে টাকা গোনার মেশিন নিয়ে কিভাবে টাকা গোনা হয়েছে কোটি কোটি টাকা অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে পাওয়া গেছে অন্তত মিডিয়া সূত্রে এটাই খবর অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা   পাওয়া গেছে এর বাহিরেও বৈদেশিক মুদ্রা , সোনার গয়না , দলিল প্রভৃতি আরো অনেক কিছু পাওয়া গেছে

আর সেই কথায় বলতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য সিবিআই কে তীব্র আক্রমণ করলেন আক্রমণ বললে ভুল হবে , তিনি আসলে সিবিআইকে চোর বললেন তিনি বললেন 50 কোটি পাওয়া গেছে না 100 কোটি সেটা কে জানে আমি আপনি তো আর দেখতে যাইনি কারণ তালাও ভেঙেছে সিবিআই টাকাও গুনেছে সিবিআই হয়তো পাওয়া গেছে 100 কোটি কিন্তু 50 কোটি নিজের পকেটে পুরে বলেছে  50 কোটি পাওয়া গেছে


সত্যিই কথাটা শোনার পর দুমিনিট মাথাটা ঝিম ধরে ছিল মনে হচ্ছিল দেবাংশুর যুক্তিতে এটাও তো বলা যায় হয়তো কোন টাকায় পাওয়া যায়নি  ।। তাহলে কি পার্থ চ্যাটার্জি কে সম্পূর্ণরূপে ফাঁসানো হয়েছে ? এই প্রশ্নগুলো উঠছে দেবাংশুর কথার সূত্র ধরেই কারণ সেটাও তো আমি বা আপনি কেউ দেখতে যাইনি যদিও খবরেই শুনেছি যে সিবিআই এবং ইডি যখন কোথাও হানা দেয় তখন তার সম্পূর্ণ ভিডিও করা হয়ে থাকে যাই হোক এরও পাল্টা বলা যেতেই পারে যে প্রথমে ঘটনা সাজিয়ে নেওয়ার পর তারপরে হয়তো ভিডিও করা হয়েছে  

কিন্তু মজার বিষয় হলো সিবিআইকে চোর প্রমান করতে গিয়ে দেবাংশু আসলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে ফেলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে সিবিআই হানা দেয় নি হানা দিয়েছিল ডি এবং যে টাকা উদ্ধার হয়েছে সেই টাক ইডি উদ্ধার করেছেসিবিআই উদ্ধার করে নি তাই আমি প্রথমেই বলেছিলাম দেবাংশু আসলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে ফেলেছে

মাথা পুরো জ্যাম হয়ে যাচ্ছে বেশি নিতে পারছি না তাই  প্রথমে চলুন শুনে নিন ভট্টাচার্যী মশাই  আসলে কি বলেছেন আসলে কি বলেছেন ভিডিওতে দেখেন নি
সবশেষে বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি এখানেই শেষ করছি


ভিডিওতে দেখুন






প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post