সিবিআইকে চোর বলতে গিয়ে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপালেন দেবাংশু ভট্টাচার্য
দেবাংশু ভট্টাচার্য বিস্ফোরক অভিযোগ করলেন । যদি এই অভিযোগ সত্য হয় তাহলে দুনিয়াটাকেই কেমন সন্দেহের চোখে দেখতে হবে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
আর সেটা করতে গিয়ে তিনি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপালেন । আপনার আমরা সবাই টিভির পর্দায় চোখ রেখে দেখেছি সারারাত ধরে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়িতে টাকা গোনার মেশিন নিয়ে কিভাবে টাকা গোনা হয়েছে । কোটি কোটি টাকা অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে পাওয়া গেছে । অন্তত মিডিয়া সূত্রে এটাই খবর । অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা পাওয়া গেছে । এর বাহিরেও বৈদেশিক মুদ্রা , সোনার গয়না , দলিল প্রভৃতি আরো অনেক কিছু পাওয়া গেছে ।
আর সেই কথায় বলতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য সিবিআই কে তীব্র আক্রমণ করলেন । আক্রমণ বললে ভুল হবে , তিনি আসলে সিবিআইকে চোর বললেন । তিনি বললেন 50 কোটি পাওয়া গেছে না 100 কোটি সেটা কে জানে । আমি আপনি তো আর দেখতে যাইনি । কারণ তালাও ভেঙেছে সিবিআই টাকাও গুনেছে সিবিআই । হয়তো পাওয়া গেছে 100 কোটি কিন্তু 50 কোটি নিজের পকেটে পুরে বলেছে 50 কোটি পাওয়া গেছে ।
সত্যিই কথাটা শোনার পর দুমিনিট মাথাটা ঝিম ধরে ছিল । মনে হচ্ছিল দেবাংশুর যুক্তিতে এটাও তো বলা যায় হয়তো কোন টাকায় পাওয়া যায়নি ।। তাহলে কি পার্থ চ্যাটার্জি কে সম্পূর্ণরূপে ফাঁসানো হয়েছে ? এই প্রশ্নগুলো উঠছে দেবাংশুর কথার সূত্র ধরেই । কারণ সেটাও তো আমি বা আপনি কেউ দেখতে যাইনি । যদিও খবরেই শুনেছি যে সিবিআই এবং ইডি যখন কোথাও হানা দেয় তখন তার সম্পূর্ণ ভিডিও করা হয়ে থাকে । যাই হোক এরও পাল্টা বলা যেতেই পারে যে প্রথমে ঘটনা সাজিয়ে নেওয়ার পর তারপরে হয়তো ভিডিও করা হয়েছে ।
কিন্তু মজার বিষয় হলো সিবিআইকে চোর প্রমান করতে গিয়ে দেবাংশু আসলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে ফেলেছেন । আপনাদের নিশ্চয়ই মনে আছে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে সিবিআই হানা দেয় নি । হানা দিয়েছিল ই ডি এবং যে টাকা উদ্ধার হয়েছে সেই টাক ইডি উদ্ধার করেছে, সিবিআই উদ্ধার করে নি । তাই আমি প্রথমেই বলেছিলাম দেবাংশু আসলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে ফেলেছে ।
মাথা পুরো জ্যাম হয়ে যাচ্ছে বেশি নিতে পারছি না তাই প্রথমে চলুন শুনে নিন ভট্টাচার্যী মশাই আসলে কি বলেছেন আসলে কি বলেছেন ভিডিওতে দেখেন নি
সবশেষে এ বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি এখানেই শেষ করছি ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন