দ্বিতীয় বার মা হতে চলেছেন নুসরাত জাহান

Nusrat-Jahan-Pregnant


টলিউড তারকা নুসরত জাহান (Nusrat Jahan) সম্প্রতি নেটদুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন ২০২১ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রী এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল সেই সময়ে নিখিল জৈনের সঙ্গে আর ছিলেন না, প্রথমদিকে পিতৃ পরিচয় গোপন রাখলেও পরে জানা যায় নুসরতের সন্তানের পিতা টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta)

 

Cick To Join Our - Whatsapp Group

এরপরে অবশ্য যশ নুসরত প্রকাশ্যে পরস্পরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। দুই জনের নাম মিলিয়েযশরতছেলের নাম রেখেছেনঈশান সম্প্রতি এক গর্ভনিরোধক সংস্থার হয়ে বিজ্ঞাপনের প্রচার করেছেন অভিনেত্রী নুসরা্ত জাহান। সংস্থার বিক্রিত দ্রব্যের ব্যবহারবিধি সম্পর্কে তথ্য প্রদানের পাশাপাশি তিনি দ্বিতীয় সন্তান পরিকল্পনা প্রসঙ্গেও কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় নুসরতের এক ফ্যান পেজ থেকে সেই

 ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে নুসরত বলেছেন,”তুমি সবসময় চাইবে একটা বাচ্চার প্রতি ফোকাস থাকতে, কারণ একটা বাচ্চা অনেক বড় দায়িত্ব। যে কোনও বাবা-মা চাইবে বাচ্চাকে সুন্দর করে বড় করে তুলতে। মায়ের তো অজস্র দায়িত্ব থাকে। সেখানে দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয়।

 

এমন বক্তব্য দেখেই নেট দুনিয়ার মানুষ এর মনে হচ্ছে নুসরাত হয়তো এবার দ্বিতীয় সন্তান নিতে চাইছে

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post