ডব্লু.বি.সি.এস প্রিলি পরীক্ষা ১৯ জুন
পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের ২০২২ সালের ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ জুন, রবিবার। প্রিলিমিনারি পরীক্ষা হবে এই সব কেন্দ্রে : কলকাতা, বারুইপুর, ডায়মন্ডহারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং ও দার্জিলিং।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে 'জেনারেল স্টাডিস' এর ২০০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন পত্র। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর ও সময় আড়াই ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় থাকবে ৮ টি বিষয় ও প্রতিটি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন : (১) ইংরেজি কম্পোজিশন, (২) জেনারেল সায়েন্স, (৩) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, (৪) ভারতের ইতিহাস, (৫) পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল, (৬) ভারতীয় রাষ্ট্রনীতি ও অর্থনীতি, (৭) ভারতের জাতীয় আন্দোলন, (৮) জেনারেল মেন্টাল এবিলিটি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের প্রিলি পরীক্ষা ১৯ জুন হওয়ার সম্ভাবনার কথা ছিল। অন্যদিকে, ২০২১ সালের ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩ জুলাই। দুই পরীক্ষার্থীরই ই-অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ডাউনলোড করতে পারবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন