৫ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল 'অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট' পদে ২৫৩ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। এন.সি.সি.র 'বি' কিংবা 'সি' সার্টিফিকেট থাকলে বা খেলাধুলোয় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউয়ে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বয়স : বয়স হতে হবে ১-৮-২০২২ এর হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২-৮-১৯৯৭ থেকে ১-৮-২০০২ এরমধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর আর কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থা এই ক্যাডারের কর্মীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন।
শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ফুলিয়ে ৮৬ সেমি আর ওজন অন্তত ৫০ কেজি কিংবা উচ্চতা অনুপাতে সামঞ্জস্যপূর্ণ।
মহিলাদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ সেমি আর ওজন অন্তত ৪৬ কেজি বা উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় দুচোখে ৬/৯ কিংবা ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১২ আর কাছের বেলায় খারাপ N9 চোখে ও ভাল চোখে N6. এছাড়া ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, ট্যারা চোখ বা বর্ণান্ধতা থাকলে আবেদন করবেন না। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর বেলায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বর্ডার সিকিউরিটি ফোর্সে ছেলেরা আবেদন করতে পারবেন।
শূন্যপদ : ২৫৩ টি। এরমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ৬৬ টি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ২৯ টি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ৬২ টি,ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে ১৪ টি, সসস্ত্র সীমা বলে ৮২ টি।
প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। '২০২২ সালের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস) এক্সামিনেশন'
এর মাধ্যমে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, ৭ আগস্ট। প্রথম পত্রের পরীক্ষা হবে ১০ টা থেকে ১২ টা ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২ টো থেকে ৫ টা। পূর্ব ভারতের এই সব কেন্দ্রে : কলকাতা, গ্যাংটক, কটক, দিসপুর (গুয়াহাটি), শিলঙ, জোরহাট, পাটনা, আগরতলা, রাঁচী ও পোর্ট ব্লেয়ার।
লিখিত পরীক্ষায় থাকবে এই দুটি পেপার : (১) জেনারেল এবিলিটি ও ইন্টেলিজেন্স টেস্ট। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। ২৫০ নম্বরের পরীক্ষা। সময় থাকবে ২ ঘন্টা।
(২) জেনারেল স্টাডিজ, এসে, প্রেসি লেখা ও কম্প্রিহেনশন। ২০০ নম্বরের পরীক্ষা। সময় থাকবে ৩ ঘন্টা।
প্রথম পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয়ে : (১) জেনারেল মেন্টাল এবিলিটি, (২) জেনারেল সায়েন্স, (৩) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক কালের ঘটনা, (৪) ভারতীয় রাষ্ট্রনীতি ও অর্থনীতি, (৫) ভারতের ইতিহাস, (৬) ভারত ও বিশ্বের ভূগোল।
দ্বিতীয় পেপারে ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন থাকবে। দুটি পেপারেই আলাদাভাবে কোয়ালিফাইং নম্বর পেলে তবেই সফল হবেন। প্রথম পত্রের উত্তর পত্র প্রথমে দেখা হবে ও তাতে কোয়ালিফাইং নম্বর পেলে তবেই দ্বিতীয় পত্র উত্তরপত্র দেখা হবে।
এরপর হবে শারীরিক মাপজোখ, ডাক্তারি পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এই ৪ টি ইভেন্ট : (১) ১০০ মিটার দৌড়– ছেলেদের বেলায় ১৬ সেকেন্ড ও মহিলাদের ১৮ সেকেন্ডে।
(২) ৮০০ মিটার দৌড়– ছেলেদের ৩ মিনিট ৪৫ সেকেন্ড ও মহিলাদের ৪ মিনিট ৪৫ সেকেন্ডে,
(৩) লঙ জাম্প–ছেলেদের সাড়ে ৩ মিনিট ও মহিলাদের ৩ মিনিট।
(৪) শট-পাট– শুধুমাত্র ছেলেদের ৭.২৬ কেজি ওজনের লোহার বল নিয়ে ৪.৫ মিটার।
লঙ জাম্পে সফল হওয়ার জন্য ৩ বার সুযোগ পাবেন। সফল হলে ১৫০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট। লিখিত পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টে পাওয়ার নম্বর নিয়ে মেধাতালিকা তৈরি হবে। কোথায় পরীক্ষা অ্যাডমিট কার্ড পাঠিয়ে জানানো হবে। তপশিলী প্রার্থীরা যাতায়াতের গাড়ি ভাড়া ফেরৎ পাবেন।
দরখাস্ত করবেন অনলাইনে, ১০ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : এই জন্য বৈধ একটি ইমেল আই.ডি থাকতে হবে। প্রথমে পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার ও অন্যান্য প্রমানপত্র স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ২০০ (মহিলা ও তপশিলীদের ফী লাগবে না) টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন শাখার চালানের মাধ্যমে অনলাইনে দিতে পারেন। অনলাইনে টাকা দিতে পারবেন নেট ব্যাঙ্কিং বা ভিসা /মাস্টার কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। তারপর দরখাস্ত সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও তখন সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। কোনো অসুবিধা হলে ফোন করো এই নম্বরে : 011-23385271/
23381125/23098543.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন