জিওলজিক্যাল সার্ভেতে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভেতে কাজের জন্য 'অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট' ও 'অ্যাসিস্ট্যান্ট জিও ফিজিসিস্ট' পদে ৬২ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (ভ্যাকান্সি নং 22040801223) : কেমিস্ট্রির মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্ৰি কোর্স পশরাও যোগ্য। অ্যাসোসিয়েট ইনস্টিটিউট অফ কেমিস্ট থেকে কেমিস্ট্রি ডিগ্ৰি ব ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : পে ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী।
শূন্যপদ : ২২ টি (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ও.বি.সি ৬, ই.ডব্লু.এস ২)। এর মধ্যে প্রতিবন্ধী ১। চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কলকাতা সহ ভারতের যেকোনো জায়গায়।
অ্যাসিস্ট্যান্ট জিও-ফিজিসিস্ট (ভ্যাকান্সি নং 22040802223) : ফিজিক্স, জিওফিজিক্স, জিওলজি, অঙ্কের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। ইলেক্ট্রনিক্স বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরাও যোগ্য। এ.এম.আই.ই থেকে পাশ হলেও যোগ্য।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে পে ম্যাট্রিক্স লেভেল অনুযায়ী।
শূন্যপদ : ৪০ টি (জেনাঃ ১৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ও.বি.সি ১২, ই.ডব্লু.এস ৪)। এর মধ্যে প্রতিবন্ধী ১। চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কলকাতাসহ ভারতের যেকোনো জায়গায়।
দুই পদের বেলায়ই তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এ জন্য প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে তারপর হবে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ১২ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : www.upsconline.nic.in এই জন্য বৈধ ইমেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ২৫ টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন