বীরভূম জেলা জজ আদালতে লোক নিয়োগ
বীরভূম জেলা জজ কোর্টে 'স্টেনোগ্রাফার গ্ৰেড-বি', 'লোয়ার ডিভিশন ক্লার্ক', 'বেঙ্গলী ট্রান্সলেটর', 'প্রসেস সার্ভার', 'পিওন/ নাইট গার্ড' পদে ৯৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য আবেদনের যোগ্য।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
স্টেনোগ্ৰাফার গ্ৰেড-।।। (গ্ৰুপ-বি) : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরেজিতে মিনিটে অন্তত যথাক্রমে ৩০ টি ও ৮০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও কম্পিউটার চালনায় (কম্পিউটার অপারেশন) যথার্থ টাইপিং স্পীড (ফিঙ্গারিং স্পীড) থাকতে হবে।
মূল মাইনে : ৩২,১০০-৮২,৯০০ টাকা।
শূন্যপদ : ৫ টি (জেনাঃ ১, জেনাঃ ই.সি ১, জেনাঃ প্রতিবন্ধী ১, তঃউঃজাঃ ই.সি ১, ও.বি.সি-এ ক্যাটেগরি ই.সি ১)।
লোয়ার ডিভিশন ক্লার্ক : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা আর কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
মূল মাইনে : ২২,৭০০-৫৮,৫০০ টাকা।
শূন্যপদ : ২৮ টি (জেনাঃ ৫, জেনাঃ ই.সি ৬, জেনাঃ মেধাবী খেলোয়াড় ১, জেনাঃ প্রাঃসঃকঃ ২, জেনাঃ প্রতিবন্ধী ১, ও.বি.সি এ ক্যাটেগরি ১, ও.বি.সি এ ক্যাটাগরি ই.সি ১, ও.বি.সি এ ক্যাটেগরি প্রাঃসঃকঃ ১, ও.বি.সি বি ক্যাটেগরি ই.সি ১, ও.বি.সি বি ক্যাটেগরি প্রাঃসঃকঃ ১, তঃজাঃ ৪, তঃজাঃ ই.সি ১, তঃজাঃ প্রাঃসঃকঃ ১, তঃউঃজাঃ ই.সি ১, তঃউঃজাঃ প্রাঃসঃকঃ ১)।
প্রসেস সার্ভার : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ ছেলেরা আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোয় দক্ষতা থাকলে ভালো হয়। মূল মাইনে : ২১,০০০-৫৪,০০০ টাকা।
শূন্যপদ : ৮ টি (জেনাঃ ২, জেনাঃ ই.সি ২, জেনাঃ প্রাঃসঃকঃ ১, ও.বি.সি এ ১, তঃজাঃ প্রাঃসঃকঃ ১, তঃউঃজাঃ ১)।
বেঙ্গলী ট্রান্সলেটর
(গ্ৰুপ-বি) : অনার্স শাখার গ্ৰ্যাজুয়েটরা যোগ্য। ইংরিজি, বাংলা বা লিঙ্গুইস্টিক্স বিষয়ের গ্ৰ্যাজুয়েট হলে ভালো হয়। বাংলা থেকে ইংরেজিতে আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করাই দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষতা আর কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
মূল মাইনে : ২৮,৯০০-৭৪,৫০০ টাকা।
শূন্যপদ : ৩ টি (জেনাঃ ১, জেনাঃ ই.সি ১, তঃজাঃ ১)।
পিওন/ নাইটগার্ড (গ্ৰুপ ডি) : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ ছেলেরা আবেদন করতে পারেন। বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার।
মূল মাইনে : ১৭,০০০-৪৩,৬০০ টাকা।
শূন্যপদ : ৪৯ টি (জেনাঃ ১২, জেনাঃ মেধাবী খেলোয়াড় ২, জেনাঃ ই.সি ৮, জেনাঃ প্রাঃসঃকঃ ৩, জেনাঃ প্রতিবন্ধী ১, তঃজাঃ ৮, তঃজাঃ ই.সি ৩, তঃজাঃ প্রাঃসঃকঃ ১, তঃউঃজাঃ ১, জেনাঃ প্রাঃসঃকঃ ১, ও.বি.সি এ ক্যাটাগরি ই.সি ১, ও.বি.সি এ ক্যাটেগরি প্রাঃসঃকঃ ১, ও.বি.সি বি ক্যাটেগরি ২, ও.বি.সি বি ই.সি ১, ও.বি.সি বি ক্যাটেগরি প্রাঃসঃকঃ ১)।
ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১-২০২২ এর হিসাবে। স্টেনোগ্রাফার পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে আর অন্যান্য পদের বেলায় ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংলিশ স্টেনোগ্ৰাফার পদের বেলায় ৩ টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারে ডিকটেশন ও ট্রানস্ক্রিপশন টেস্ট (৪০০ নম্বরের)। সময় থাকবে ১ ঘন্টা ১০ মিনিট। দ্বিতীয় পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে ৯০ নম্বরের দেড় ঘন্টার পরীক্ষা হবে। তৃতীয় পেপারে ৮০ নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট। সময় থাকবে ১০ মিনিট। সবশেষে ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট ও ২০ নম্বরের কম্পিউটার চালানোর দেখা হবে।
বেঙ্গলী ট্রান্সলেটর পদের বেলায় ২ টি পেপারের পরীক্ষা হবে। প্রথমে পেপারে ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের এইসব বিষয়ে : ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ, অঙ্ক। নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পেপারে ইংরেজি ৪০ নম্বর ও বাংলা ৪০ নম্বরের পরীক্ষা হবে। সবশেষে ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট ও ১০ নম্বরের কম্পিউটার চালানোর দক্ষতা দেখা হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় ২ টি পার্ট থাকবে। প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক। সময় থাকবে দেড় ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে ইংরেজি ও বাংলা বিষয়ের ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন। প্রতিটি পার্টে থাকবে ৪০ নম্বর। সময় থাকবে দেড় ঘণ্টা। এরপর ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট ও ১০ নম্বরের কম্পিউটার টেস্ট।
প্রসেস সার্ভার, পিওন, নায়ট গার্ড বা ফরাস পদের বেলায় ৯০ নম্বরের ৯০ টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ এর ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ ও বেসিক অঙ্ক। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট।
দরখাস্ত করবেন অনলাইনে, ১২ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : www.drcbirbhum2022.in অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (১০০×১২০ পিক্সেলে), সিগনেচার (১৬০×৭০ পিক্সেলে), শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট ও মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আই.ডি ও পাশওয়ার্ড পাবেন। এবার পরীক্ষা ফী বাবদ স্টেনো পদের বেলায় ৮০০ (তপশিলী হলে ৬০০, প্রতিবন্ধী হলে ৪৮০) টাকা, বেঙ্গলি ট্রান্সলেটর পদের বেলায় ৭০০ (তপশিলী হলে ৫০০, প্রতিবন্ধী হলে ৪২০) টাকা আর পিওন ও নাইটগার্ড পদের বেলায় ৫০০ (তপশিলী হলে ৩৫০, প্রতিবন্ধী হলে ৩০০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউ.পি.আই এ জমা দেবেন। এছাড়াও ই ওয়ালেটে জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন