তৃনা সাহাকে এবার অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার সাথে... Bollywood এ পা রাখছেন সকলের প্রিয় গুনগুন।
সময়টা বেশ ভালো যাচ্ছে তৃনা সাহার অর্থ্যাৎ স্টার জলসার খড়কুটো সিরিয়ালের গুনগুন এর । সম্প্রতি অভিনেত্রী ঘোষণা করেছেন যে দুটি বাংলা ছবিতে দেখা যাবে তাঁকে। একদিকে অরিন্দম শীলের ছবি তো অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী 'লহো গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনয় করবেন তিনি।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এরই মাঝে
তৃণা সাহার সোশ্যাল
মিডিয়া প্রোফাইলে তাঁর
সঙ্গে রিল ভিডিওয়
দেখা যায় সিদ্ধার্থ
মালহোত্রাকে(Sidharth Malhotra)। তাহলে কি
এবার বলিউডে ডেবিউ
করছেন অভিনেত্রী?শুধু
তৃণা সাহার প্রোফাইল
নয়, সিদ্ধার্থ মালহোত্রার
সোশ্য়াল মিডিয়া
প্রোফাইলেও দেখা
গেল তৃণাকে। লাল পাড়
সাদা শাড়ি আটপৌরে
স্টাইলে পরেছেন
তৃণা, সঙ্গে মুক্তোর
গয়না, কপালে লাল
টিপ,মাথায় বেল
ফুলের মালা, একেবারে
বাঙালিয়ানায় ভরপুর। অন্যদিকে
সিদ্ধার্থ একেবারে
ক্যাজুয়াল পোশাকে। সাদা
প্যান্ট, সঙ্গে
সাদা টিশার্ট ও
লাল সাদায় টাই
অ্যান্ড ডাই
শার্ট পরেছেন সিদ্ধার্থ। কিন্তু
প্রশ্ন জাগছে, একসঙ্গে
কীসের শুট করছেন
তাঁরা।
আসলে
জোশ
অ্যাপের নয়া
ক্যাম্পেনে একসঙ্গে দেখা
যাবে
তাঁদের। সেই
জন্যই
একসঙ্গে শুট
করছেন
তাঁরা।
তৃণা
ও
সিদ্ধার্থের সঙ্গে
এই
ক্যাম্পেনের ভিডিওতে দেখা
যাবে
হংসিকা
মোটওয়ানিকে। নাচ,
গান,
অভিনয়,
ফ্যাশন,
ফিটনেস
থেকে
শুরু
করে
নানা
ক্ষেত্রের প্রতিভাকে কুর্নিশ জানাতেই এই
ক্যাম্পেনের। তারই
শুটের
মাঝে
সিদ্ধার্থের সঙ্গে
স্পেশাল রিল
শুট
করেছেন
তৃণা।
তৃণা
সাহা
জি
২৪
ঘণ্টা
ডিজিটালকে জানায়
যে,'সিদ্ধার্থের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা খুবই
ভালো।
খুবই
ভদ্র
ও
বিনয়ী,
তারকা
হয়েও
কোনও
অহংকার
নেই।
দেখলাম
যে
ওঁরা
বাঙালি
অভিনেতাদের খুব
সম্মান
করে,
অন্যচোখে দেখে।
একমাস
আগেই
এই
শুট
হয়েছে।'
তাহলে
কী
আগামিদিনে সিদ্ধার্থের সঙ্গে
তৃণার
আরও
রিল
দেখা
যাবে?
অভিনেত্রীর সাফ
জবাব,
দেখা
যেতেই
পারে।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন