পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোক নিয়োগ

Punjab-National-Bank-Recruitment-2022


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পশ্চিম মেদিনীপুর সার্কেল সাব-অর্ডিনেট ক্যাডারে পিওন পদে ১১ জন লোক নিচ্ছে কারা আবেদনের যোগ্য : কমপক্ষে সর্বাধিক ১০+ মান বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইংরেজিতে পড়া লেখায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে

বয়স : বয়স হতে হবে --২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা বছর, .বি.সি রা বছর বয়সে ছাড় পাবেন। 

 

প্রার্থীদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে। এছাড়াও অন্যান্য ভাতা পাবেন। মোট শূন্যপদ : ১১ টি। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় টি (জেনাঃ , তঃজাঃ , .বি.সি ) ঝাড়গ্রাম জেলায় টি (জেনাঃ , তঃজাঃ , .বি.সি , .ডব্লু.এস )

 

দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নিচের বয়ানে।  এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটেwww.pnbindia.in তখন সঙ্গে দেবেন

() বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমানপত্রের প্রত্যায়িত নকল,

() স্কুল লিভিং সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এর প্রত্যায়িত নকল,

() এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এর প্রত্যায়িত নকল (যদি থাকে),

() প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যায়িত নকল,

() এখনকার তোলা কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তে নির্দিষ্ট জায়গায় সেঁটে),

() নিজের নাম ঠিকানা লেখা উপযুক্ত ডাকটিকিট সাঁটা একটি খাম

দরখাস্ত ভরা খামের উপর লিখবেন : 'Application for the post of PTS at Punjab National Bank-........Circle-A; Cat.......(UR/SC/OBC/EWS)' দরখাস্ত পৌঁছানো চাই ১০ মে এর মধ্যে। এই ঠিকানায় : The Deputy Circle Head, Punjab National Bank, Circle Office-Paschim Medinipur, HRD Dept, Sahid Kshudiram Bose Road, Berge Town, Medinipur, pin-721 101.

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post