সেন্ট্রাল সিল্ক বোর্ড-এ 'সায়েন্টিস্ট-B' পদে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড 'সায়েন্টিস্ট-B' পদে ১৫ জন লোক নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা টেক্সটাইল টেকনোলজির ডিগ্ৰি কোর্স পাশরা আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ২৫-৪-২০২২ এর হিসাবে ৩৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। ২০২২ সালের 'গেট' পরীক্ষায় যাঁরা দরখাস্ত করেছেন, তাঁরাই আবেদনের যোগ্য।
মূল মাইনে : ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
শূন্যপদ : ১৫ টি (জেনাঃ ৬, ও.বি.সি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১, প্রতিবন্ধী ১)।
প্রার্থী বাছাই হবে 'গেট' পরীক্ষায় পাওয়া স্কোর দেখে। এরপর গ্ৰুপ ডিসকাশন ও ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে : www.csb.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১,০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন