রেলে 'জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদে লোক নিয়োগ
উত্তর মধ্য রেল 'জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)' পদে ২০ জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি.এসসি কোর্স পাশরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরাও যোগ্য। সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় মোট অন্তত ৬০% (ও.বি.সি হলে ৫৫%, তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকতে হবে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। পারিশ্রমিক : মাসে ২৫,০০০-৩০,০০০ টাকা।
শূন্যপদ : ২০ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ২)। চাকরি হবে চুক্তিতে।
প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। প্রথমে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে প্রার্থীদের তালিকা তৈরি হবে। 'গেট' পরীক্ষায় সফল হলে বা বি.টেক পাশ হলে অগ্রাধিকার পাবেন।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে : www.rrcpryj.org তখন পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে দিতে হবে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন