ঋষি কাপুর এর জন্য অভিনয় জগৎ ছেড়েছেন নীতু সিং

Neetu-Singh-has-left-the-acting-world-for-Rishi-Kapoor


সত্তর থেকে আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন নীতু সিং নিজের দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী 


Cick To Join Our - Whatsapp Group

সেই সময় দাপিয়ে অভিনয় করেছেন রুপোলি পর্দায় তার সাথে ঋষি কাপুরের রসায়ন ছিল চোখে পড়ার মতো ১৯৭৪ সালে  ‘জেহরিলা ইনসানছবির সেটে প্রথম দেখা হয় তাঁদের এরপর একসঙ্গে তাঁরা কাজ করেছেন অনেক ছবিতেই

কভি কভি’, ‘খেল খেল মে’, ‘দুসরা আদমি’, ‘ধন দৌলত’, ‘রফু চক্কর’, এবংঅমর আকবর এবং অ্যান্টনি’-তে এই জনপ্রিয় জুটির অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। প্রথম থেকেই ঋষি কাপুর তাঁর জীবনের লম্বা সফরে বরাবরই পাশে পেয়েছিলেন বন্ধু তথা স্ত্রী নীতু সিং-কে। যার সমাপ্তি ঘটেছে বছর আগে অর্থাৎ ২০২০ সালে ঋষি কাপুরের মৃত্যুর মধ্য দিয়ে

 

১৯৮০ সালে ২২ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। সে সময় নীতু ছিলেন সাফল্যের একেবারে মধ্যগগনে। তবে বিয়ের পর থেকে মাত্র ২১ বছর বয়সেই বরাবরের মত সিনেমার পাট চুকে যায় নীতু সিংয়ের। কাপুর পরিবারের পুত্রবধূদের বিয়ের পর সিনেমায় অভিনয় করা বারণ ছিল। তা নিয়ে একাধিক বিতর্ক থাকলেও অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছায় ছবি ছেড়েছেন এবং তিনি সংসারে বেশি সময় দিতে চান

 

তবে বিয়ের পর পরবর্তীকালে অভিনেত্রী কে বেশ কিছু সিনেমায় ছোট খাটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে সে সবই নাকি নিজের ইচ্ছেতে করেননি নিতু। স্বামী ঋষি কাপুরকে খুশি করতেই নাকি সেসময় ওই সব ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে তাঁর হাতে যুগ যুগ জিয়ো মতো ছবি রয়েছে, এছাড়াও বর্তমানে নাচের রিয়্যালিটি শোডান্স দিওয়ানে জুনিয়র্স’- বিচারক হিসেবেও উপস্থিত থাকছেন ঋষি-ঘরনি

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post