মমতা ইমার্জেন্সি মিটিং , গত ২০ দিনে ৭ টি মামলা সিবিআই এর হাতে ।

mamata banerjee call for a emergency meeting

মঙ্গলবার রাতেই হাঁসখালি মামলার তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ২-মের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। দায়িত্ব পেয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আর এই আবহেই জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত ২০ দিনে রাজ্যের ৭টি মামলার তদন্তের দায়িত্ব গিয়েছে সিবিআই-এর হাতে। এই নিয়েই আইনমন্ত্রী মলয় ঘটক, সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতাদের তলব করেছেন মমতা। পাশাপাশি দলের আইনজীবী সেলের সদস্যদেরও ডেকে পাঠান হয়েছে। জানা যাচ্ছে আজকেই নবান্নে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

 

Cick To Join Our - Whatsapp Group

একের পর এক তদন্তের দায়িত্ব পাচ্ছে সিবিআই প্রসঙ্গত পশ্চিমবঙ্গে একের পর এক তদন্তের দায়িত্ব পাচ্ছে সিবিআই। এমনকি হাঁসখালি মামলার তদন্তভারও মঙ্গলবার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও বেশ কয়েকটি সিবিআই তদন্তের আবেদন আদালতে জমা পড়ে রয়েছে। এর আগে এসএসি নিয়োগ মামলা, SLST নিয়োগ মামলা, রামপুরহাট হিংসা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনা, ঝালদার ঘটনায় স্বাক্ষী খুনের ঘটনার তদন্তভারও গিয়েছে সিবিআই-এর হাতে।

 

নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক এদিকে বুধবার আইনজীবী–সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্য বার কাউন্সিলের সভাপতি অশোককুমার দেবকে তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে তাঁদের নবান্নে ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত গয় কয়েকদিন ধরে হাইকোর্ট যে ভাবে একের পর এক মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পাঠাচ্ছে তাতে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এই নিয়েই বুধবারের বৈঠকে আলোচনা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post