রেল কোচ ফ্যাক্টরিতে ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন, বেনারস লোকোমোটিভ ওয়ার্ক্স 'অ্যাপ্রেন্টিস' হিসাবে ৩৭৪ জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : ফিটার,কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান। কারা কোন ট্রেডের জন্য যোগ্য।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা 'নন-আই.টি.আই' হিসাবে আবেদন করতে পারেন।বয়স হতে হবে ১৫ থেকে ২২ বছরের মধ্যে।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা এন.সি.ভি.টি.র অনুমোদিত আই.টি.আই থেকে ফিটার, কার্পেন্টার,
পেইন্টার (জেনারেল), মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৫ থেকে ২৪ (তবে ওয়েল্ডার ট্রেডের বেলায় বয়স হতে হবে ২২) বছরের মধ্যে।
সব ক্ষেত্রে বয়স গুনতে হবে ২৬-৩-২০২২এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর আর প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডই ১ বছরের।
শূন্যপদ : ৩৭৪ টি। এর মধ্যে নন-আই.টি.আই দের জন্য ৭৪ টি। এর মধ্যে ফিটার ৩০ টি (জেনাঃ ১২, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২)। মেশিনিস্ট ১৫ টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। ওয়েল্ডার (জি অ্যান্ড ই) ১১ টি (জেনাঃ ৪, ই.ডব্লু.এস ১, ও.বি।সি ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। ইলেক্ট্রিশিয়ান ১৮ টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)।
আই.টি.আই দের জন্য ৩০০ টি। এর মধ্যে ফিটার ১০৭ টি (জেনাঃ ৪৩, ই.ডব্লু.এস ১১, ও.বি.সি ২৯, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮)। কার্পেন্টার ৩ টি (জেনাঃ ২, ও.বি.সি ১)। মেশিনিস্ট ৬৭ টি (জেনাঃ ২৭, ই.ডব্লু.এস ৭, ও.বি.সি ১৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫)। ইলেক্ট্রিশিয়ান ৭১ টি (জেনাঃ ২৭, ই.ডব্লু.এস ৭, ও.বি.সি ১৯, তঃজাঃ ১১, তঃউঃজাঃ৫)। ওয়েল্ডার (জি অ্যান্ড ই) ৪৫ টি (জেনাঃ ১৯, ই.ডব্লু.এস ৪, ও.বি.সি ১২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩)। পেইন্টার (জেনারেল) ৭ টি (জেনাঃ ২, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)।
১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন ও ১৯৬২ সালের অ্যাপ্রেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আই.টি.আই কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের ১.২৫ গুণ প্রার্থীকে ডাকা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৬ এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.blw-indianrailways.gov.in, www.blwactapprentices.in এই জন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এজন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী আর মহিলাদের ফী লাগবে না। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন