পরনে লাল শাড়ি পড়ে মা লক্ষীর মত অন্নপূর্ণা পুজোর জোগাড় করছে অভিনেত্রী কয়েল মল্লিক

Koel-Mallick-Annapurna-puja-2022


বনেদিয়ানায় মোড়া বাংলার সেরা দুর্গা পুজো গুলোর মধ্যে অন্যতম মল্লিক বাড়ি অর্থাৎ কোয়েল মল্লিকের ( Koyel Mallick) বাড়ির পূজো 


Cick To Join Our - Whatsapp Group

বরাবরই দুর্গাপুজো নিয়ে কোয়েল মল্লিকের একটা আলাদাই ইমোশন কাজ করে তা ইতিপূর্বে একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী পৃথিবী ওলোট পালোট হয়ে গেলেও বাড়ির পুজো ছেড়ে কোত্থাও নড়েন না তিনি শুধু দুর্গা পুজো কেন বাড়ির যেকোনোও আচার অনুষ্ঠানেই তিনি সশরীরে উপস্থিত থাকেন

মা লক্ষ্মীর মতো সেজেগুজে বাড়ির পুজোআর্চাতেও তিনি সবসময় উপস্থিত থাকেন। অনেকেই হয়ত জানতেন না, দুর্গা পুজোর মতোই এই মল্লিক বাড়িতেই হয় মা অন্নপূর্ণার পুজো। ঘটা করে একেবারে মহা সমারোহেই অন্নপূর্ণার আরাধনা হয় সেখানে৷ মল্লিক বাড়ির পুজো আর বাড়ির মেয়ে থাকবে না তা কখনো হয়। পুজোর পরেই মূল আকর্ষণ হল বাড়ির মেয়ে কোয়েল

এই পুজোতেও যথারীতি স্বমহিমায় উপস্থিত ছিলেন অভিনেত্রী। কোমড়ে শাড়ি জড়িয়ে এক্কেবারে পুজোর কাজে মেতেছিলেন তিনি। কখনো ভোগের সময় কাপড় ধরা, তো কখনও শঙ্খ বাজানো, আবার কখনো প্রদীপের আশীষ সকলের কাছে নিয়ে যাওয়া বাড়ির মেয়ের মতোই পুজোর সব কাজ করেছেন কোয়েল

পরনে তার লাল টুকটুকে একটা শাড়ি, কপালে টিপ, চুল খোলা যেন তিনিই সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তিনি জানিয়েছেন পুজো মানেই তার কাছে বিরাট একটা ব্যাপার। পুজোয় শাড়ি পরতে বেশ ভালোবাসেন কোয়েল

সম্প্রতি অন্নপূর্ণা পুজোয় নিজের আটপৌরে লুক সামনে আনলেন অভিনেত্রী। এত বড় নায়িকা হলেও পুজোর কাজে তিনি বেজায় পটু যা দেখে প্রশংসার ঝড় উঠেছে নেটপাড়ায়। এক কথায় নজর ফেরানো যাচ্ছে না অভিনেত্রীর দিক থেকে। ছবির নীচে কমেন্ট উপচে পরছে। অনুরাগীরা লিখেছেন বেশ মিষ্টি দেখাচ্ছে অভিনেত্রী, কেউ আবার লিখেছেন বাঙ্গালী সাজে কোয়েল একেবারে অনন্য অপরূপ

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post