এই ঈদে আসছে 'শান '

Shaan-to-be-released-on-Eid


এই ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতিক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাশান উপলক্ষে মাসখানেক আগে থেকেই শুরু হয়েছে হলবুকিং সম্প্রতি জানা গেছেশানআসছে ঈদে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব প্রেক্ষাগৃহে ইতোমধ্যেশানসিনেমাটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট

 

Cick To Join Our - Whatsapp Group

JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP


এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, ঐতিহ্যবাহী হল মধুমিতা আনন্দ সিনেমা হলেশানমুক্তির বিষয়টি চূড়ান্ত। ঢাকার বাইরে চট্টগ্রামের সিলভার স্ক্রিন সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শঙ্খ লিবার্টি হলেও চলবে সিনেমাটি

 

ছাড়াও মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবানী, মধুপুরের মাধবী সিনেমা, মেহের পুরের মেহেরপুর সিনেমা, জয়পুর হাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবানী সিনেমা, শান্তহারে পূর্বাশা সিনেমা, সিরাজগঞ্জের রেড সিনেক্লাব এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে শান চূড়ান্ত হয়েছে

 

দেশের অন্যান্য বিভাগীয় শহরের বড় বড় প্রেক্ষাগৃহেওশানমুক্তি পাচ্ছে জানিয়ে সিনেমাটির প্রযোজক ওয়াহিদুর রহমান বলেন, ‘শান ছবিটি আমরা চাই দর্শকরা হলে গিয়ে দেখুক। কারণ তাদের ভিন্নধর্মী গল্পের স্বাদ দিতেই ছবিটি বানিয়েছি আমরা। ছবিটির গল্প নির্মাণ দেখে মুগ্ধ হয়ে হল মালিকরা এটি নিতে আগ্রহী হয়েছেন। জন্য সবাইকে ধন্যবাদ। দেশের সব বড় বড় হলে ঈদে শান মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে প্রায় হয়গুলোই চূড়ান্ত। কিছু এখনও আনুষ্ঠানিকতা বাকি আছে। আশা করি সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ হল তালিকা প্রকাশ করতে পারব।

 

এদিকে ইতিমধ্যে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে আলোচনা। দৃষ্টিনন্দন পোষ্টার আর অভিনব প্রচারণায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই সিনেমাটি। সম্প্রতি সিনেমাটির মুক্তিকে ঘিরে অভিনব প্রচারণায় ব্যস্ত রয়েছে পুরো টিম। ঢাকা শহরের বড় শপিং মলগুলোতে বড় বড় ব্যানারের পরশানএর প্রচারণায় নায়ক সিয়ামের ব্যতিক্রমী উদ্দ্যেগ দেখে গেছে। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় এবার ইফতার বিতরণ করলেন এই তারকা

 

ঢালিউডের নতুন প্রজন্মের দুই তারকা সিয়াম আহমেদ এবং পূজা চেরিকে নিয়ে পরিচালক এম রহিম নির্মান করছেন নতুন সিনেমাশান দুর্নীতি দমন কমিশনের পরিচালক আজাদ খান বৈচিত্রময় কর্মক্ষেত্রের একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির কাহিনি লিখেছেন আজাদ খান নিজেই। আর সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা মহামারীর কারনে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি

 

আজাদ খানের গল্পে সিনেমাটির চিত্রনাট্য সংলাপ রচনা করেছেন যৌথভাবে আজাদ খান নাজিম উদ দৌলা। জানা গেছেশানসিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনিতালাশ’, ‘জিসম ’, ‘রাজ ’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন টাইম ইন মুম্বাইএরমত আলোচিত সিনেমায় স্টান্ট অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। ফিল্মম্যানের ব্যানারে নির্মিত সিনেমাটিতে সিয়াম এবং পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post