বর্ডার সিকিউরিটি ফোর্স-এ লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স 'সাব-ইন্সপেক্টর (ওয়ার্ক্স)' ও 'সাব-ইন্সপেক্টর /জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)' পদে ৮৯ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
সাব-ইন্সপেক্টর (ওয়ার্ক্স) : কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
শূন্যপদ : ৫৭ টি (জেনাঃ ২৪, ই.ডব্লু.এস ৫, ও.বি.সি ১৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)। এরমধ্যে প্রাঃসঃকঃ ৫।
জুনিয়র ইঞ্জিনিয়ার/
সাব-ইন্সপেক্টর (ইলেক্ট্রিক্যাল) : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।
শূন্যপদ : ৩২ টি (জেনাঃ ১৬, ই.ডব্লু.এস ৪, ও.বি.সি ৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩)। এর মধ্যে প্রাঃসঃকঃ ৩।
দুই পদের বেলায় বয়স হতে হবে ৩-৬-২০২২ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ (আদিবাসী ও পাহাড়ি উপজাতি হলে ১৬০) সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি আর ফুলিয়ে ৮১ (২০ বছরের নিচে বয়স থাকলে উচ্চতায় ২ সেমি ছাড় পাবেন) আর ওজন হতে হবে উচ্চতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ সেমি হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া উভয় চোখে ৬/৬, ৬/৯। ভাঙ্গা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, রাতকানা বা শারীরিক কোনো ত্রুটি থাকলে যোগ্য নন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন, শারীরিক মাপজোখ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৩ জুনের মধ্যে। এই ওয়েবসাইটে : https://rectt.bsf.gov.in এই জন্য বৈধ ইমেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ও ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন