ব্রেকিং: টেট পাস প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

primary tet pass certificate given by wbbpe


চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর টেট পাস সার্টিফিকেট প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করবে পর্ষদ আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে  

 

নির্দেশিকায় বলা হয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাচ্ছে যে TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করা হবে। এর জন্য প্রশিক্ষিত প্রার্থীরা নির্ধারিত অনলাইনে আবেদন জমা দেবেন। একটি ডেডিকেটেড পোর্টালে প্রোফর্মা শীঘ্রই খোলা হবে

 

NOTIFICATION ON TET PASS CERTIFICATE_0001


একই সঙ্গে বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী TET-2014 আবেদনের ফি ফেরত পেতে চান তাঁরা পেমেন্ট/ডিপোজিট স্লিপের কপি সহ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন এই সমস্ত প্রার্থীরা শিক্ষক যোগ্যতা পরীক্ষার সার্টিফিকেট ভবিষ্যতে আর পাবেন না 





🔴 আনন্দ সংবাদ ★ আনন্দ সংবাদ ★ আনন্দ সংবাদ 🔴


✳️প্রাইমারী টেট 2022 কোচিং ✳️


🔴সিট লিমিটেড


◆ আমাদের বিশেষত্ব ◆

1. সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস ।
2. প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস ।
3. সিলেবাসভিত্তিক পঠনপাঠন ।
4. প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও ।
5. বিষয়ভিত্তিক স্টাডি মেটিরিয়েল ।
6. প্রতিদিন বিষয়ভিত্তিক মকটেস্ট ।
7. মাসে একদিন 150 নম্বরের মক পরীক্ষা ।
8. Whatsapp গ্রুপে 24/7 সহযোগিতা ।  

🔴ভর্তি ফি - 100 টাকা🔴
💲মাসিক ফি - 100 টাকা

সিট লিমিটেড । এক্ষুনি ভর্তি হওয়ার জন্য নিচের নাম্বারে ফোন পে অথবা গুগল পে করুন -
8617605937 ( Phone Pay / Google Pay )

🔰🔰Official Contact -🔰🔰
LP Workers Group
📞Mob - 8617605937 , 7551067843
☎️Landline No - 03463 296702

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post