ব্রেকিং: টেট পাস প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ
চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর । টেট পাস সার্টিফিকেট প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করবে পর্ষদ । আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে ।
নির্দেশিকায় বলা হয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাচ্ছে যে TET-2014 যোগ্যদের TET-2014 পাস সার্টিফিকেট প্রদান করা হবে। এর জন্য প্রশিক্ষিত প্রার্থীরা নির্ধারিত অনলাইনে আবেদন জমা দেবেন। একটি ডেডিকেটেড পোর্টালে প্রোফর্মা শীঘ্রই খোলা হবে।
একই সঙ্গে বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী TET-2014 আবেদনের ফি ফেরত পেতে চান তাঁরা পেমেন্ট/ডিপোজিট স্লিপের কপি সহ স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন। এই সমস্ত প্রার্থীরা শিক্ষক যোগ্যতা পরীক্ষার সার্টিফিকেট ভবিষ্যতে আর পাবেন না।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন