ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এ লোক নিয়োগ
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিউ দিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য 'স্টেনোগ্রাফার', 'লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট', 'পার্সোনল অ্যাসিস্ট্যান্ট',
'জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট', 'সিনিয়র সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্ট', 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট'
ও 'সিনিয়র টেকনিশিয়ান' পদে ৩৩০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
স্টেনোগ্রাফার : যে কোন শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ইংরেজি শর্টহ্যান্ডে ৭ মিনিটে ১০০ টি শব্দ তোলার গতি থাকতে হবে ও ৪৫ মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা।
শূন্যপদ : ২২ টি (জেনাঃ ১১, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ৬, তঃউঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসঃকঃ ২।
সিরিয়াল নং : 8.
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
: যে কোন শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
শূন্যপদ : ২৮ টি (জেনাঃ ১৩, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ২।সিরিয়াল নং : 5.
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
শূন্যপদ : ৬১ টি (জেনাঃ ২১, ই.ডব্লু.এস ৮, ও.বি.সি ২১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩)। এর মধ্যে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৫।
সিরিয়াল নং : 10.
সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও পাওয়ার পয়েন্ট এ ভালো দক্ষতা থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের সময় ওয়ার্ড প্রসেসিংয়ে ১৫ মিনিটে ২,০০০ টি ডিপ্রেশনে আর এক্সেল ও পাওয়ার পয়েন্টে ১৫ মিনিটের টেস্ট দিতে হবে।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৫,৪০০-৮১,১০০ টাকা।
শূন্যপদ :১০০ টি (জেনাঃ ৪২, ই.ডব্লু.এস ১০, ও.বি.সি ২৭, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৬)। এর মধ্যে প্রতিবন্ধী ৪, প্রাঃসঃকঃ ১০।
সিরিয়াল নং : 9.
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার : যে কোন শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার চালানায় দক্ষতা ও টাইপিংয়ে দক্ষতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
শূন্যপদ : ৪৭ টি (জেনাঃ ১৯, ই.ডব্লু.এস ৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ও.বি.সি ১৪)।
সিরিয়াল নং : 6.
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
(ল্যাবরেটরি) : মাইক্রোবায়োলজি বিষয় নিয়ে সায়েন্স শাখার গ্ৰ্যাজুয়েট রা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে মেকানিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।
মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
শূন্যপদ : ৪৭ টি। এরমধ্যে কেমিক্যাল ১৮, মেকানিক্যাল ১৯, মাইক্রোবায়োলজি ১০।
সিরিয়াল নং : 12.
সিনিয়র টেকনিশিয়ান
: মাধ্যমিক পাশরা আই.টি.আই ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, প্লাম্বার, টার্নার ট্রেড এর সার্টিফিকেট কোর্স পাশ হলে আর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য।
মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা।
বয়স : বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
শূন্যপদ : ২৫ টি। এর মধ্যে ইলেক্ট্রিশিয়ান ৬, ফিটার ৩, প্লাম্বার ৩, টার্নার ৫, ওয়েল্ডার ২, কার্পেন্টার ৬)। সিরিয়াল নং : 13.
সব ক্ষেত্রে তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে কলকাতা, ত্রিপুরা, ভুবনেশ্বর ও গুহাটিতে। ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং -৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন, (২) জেনারেল অ্যাওয়ারনেস :২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন, (৩) কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট
-২৫ নম্বরের ২৫ টি পশ্ন, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ
-৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন,
দরখাস্ত করবেন অনলাইনে, ১৯ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.bis.gov.in এই জন্য বৈধ একটি ইমেল আই.ডি থাকতে হবে। এছাড়াও ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ওয়ালেটে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী, মহিলাদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন