কেন্দ্রীয় সরকারের ইকনমিক সার্ভিস ও স্ট্যাটিসটিক্যাল সার্ভিসেস-এর সেরা পদে চাকরির জন্য অফিসার পদে লোক নেওয়া হচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ইকনোমিক্স, অ্যাপ্লায়েড ইকনোমিক্স, বিজনেস ইকনোমিক্স ও ইকনোমিক্স এর পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিগ্রি পাস ছেলেমেয়েরা 'ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিস' পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।
শূন্যপদ : ২৪ টি।
স্ট্যাটিস্টিক্স,
ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্টাটিস্টিক্সের পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এর পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। ওইসব বিষয় নিয়ে এ বছর যারা পোস্ট গ্ৰ্যাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারা আবেদন করার যোগ্য। শূন্যপদ : ২৯ টি।
দুই সার্ভিসেস এর বেলায় বয়স হতে হবে ১-৮-২০২২ এর হিসাবে২১ থেকে৩০ বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২-৮-১৯৯২ থেকে ১-৮-২০০১ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি প্রার্থীরা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ২০২২ সালের ইন্ডিয়ান ইকোনোমিক সার্ভিস /ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। প্রথমে হবে ৩ দিনের লিখিত পরীক্ষা। শুরু হবে ২৪ জুন থেকে। পূর্ব ভারতে এইসব কেন্দ্রে : কলকাতা, কটক, দিসপুর (গুয়াহাটি), পটনা, শিলং। ইন্ডিয়ান ইকনোমিক সার্ভিস পরীক্ষায় থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে থাকবে এই ৬ টি পেপার : (১) জেনারেল ইংলিশ-১০০ নম্বর, (২) জেনারেল স্টাডিস -১০০ নম্বর, (৩) জেনারেল ইকনমিক্স-।-২০০ নম্বর, (৪) জেনারেল ইকোনমিক্স -।।-২০০ নম্বর, (৫) জেনারেল ইকনোমিক্স-২০০ নম্বর। সময় থাকবে প্রতিটি পেপারে৩ ঘন্টা।
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসেস পরীক্ষায় থাকবে এই ৬ টি পেপার : (১) জেনারেল ইংলিশ -১০০ নম্বর, (২) জেনারেল স্টাডিজ-১০০ নম্বর, (৩) স্ট্যাটিসটিক্স-।-২০০ নম্বর, (৪) স্ট্যাটিসটিক্স-।।-২০০ নম্বর, (৫) স্ট্যাটিস্টিক্স-।।।-২০০ নম্বর, (৬) স্ট্যাটিস্টিক্স-lv-
২০০নম্বর। স্ট্যাটিস্টিক্স-। ও স্ট্যাটিস্টিক্স-।। বিষয়ের বেলায় প্রশ্ন হবে অবজেক্টিভিটি টাইপের। এই পেপারে ৮০ টি প্রশ্ন হবে। প্রতিটি পেপারে থাকবে ২০০ নম্বর। সময় থাকবে ২ ঘন্টা। অন্যান্য সব পেপারেই প্রশ্ন হবে ডেসক্রিপ্টিভ টাইপের। সময় থাকবে ৩ ঘন্টা। সফল হলে ২০০ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৬ এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে : http://www.upsconline.nic.in এই জন্য বৈধ একটি ইমেল আই।ডি থাকতে হবে। তখন ফটো ও সিগনেচার জে.পি.জি ফর্ম্যাটে স্ক্যান করে নিয়ে যাবেন। তখন পরীক্ষা ফী বাবদ ২০০ (মহিলা, প্রতিবন্ধী ও তপশিলীদের ফী লাগবে না) টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন শাখায় নগদে দিতে পারেন ২৫ এপ্রিলের মধ্যে। কিংবা এস বি আই নেট ব্যাঙ্কিংয়ে বা ভিসা/ মাস্টার কার্ড /ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, ২৬ এপ্রিলের মধ্যে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন