আসছে শুভশ্রীর ' বৌদি ক্যান্টিন ' সঙ্গী পরমব্রত।
টলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। একসময় একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন অভিনেত্রী দর্শকদের। তিনি বর্তমানে ডিরেক্টর রাজ চক্রবর্তীর স্ত্রী।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
তবে বর্তমানে সেভাবে সিনেমায় তাকে দেখা যায় না। অন্যদিকে সম্প্রতিকালে দক্ষিণী ছবির জেরে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছে বলিউড আর টলিউড। বাঙালি শিল্পীরাও ধীরে ধীরে পা বাড়াচ্ছেন বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে।এমন সময় ‘বৌদি ক্যান্টিন’ (Boudi Canteen) এর খবর পাওয়া গেল। আপনারা নিশ্চই ভাবছেন এটা আবার কি জিনিস? চলুন তাহলে ব্যাপারটা খোলসা করে বলা যাক। টলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। নিজের অভিনয়ের দক্ষতা বারেবারে প্রমাণ করছেন তিনি চলচ্চিত্র থেকে ওয়েব সিরিজ সর্বত্রই। অনেকেই ভাবছেন হয়তো এবার বলিউডের দিকেই নিজের ফোকাস রাখছেন অভিনেতা। তবে এবার সেসব কিছুটা হলেও ভুল প্রমাণ করে দিলেন তিনি।
বাংলা ছবির পরিচালকের ভূমিকায় ফিরলেন পরমব্রত। নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেতা তথা পরিচালক, আর এই ছবির নামই ‘বৌদি ক্যান্টিন’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। তবে শুভশ্রী ছাড়াও সোহান, অনুসূয়া মজুমদার থেকে পরমব্রত নিজেও অভিনয় করবেন ছবিতে। ছবির নাম প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় আলোচনা শুরু হয়েছে।কিন্তু এমন একটা ছবির আইডিয়া বা অনুপ্রেরণা কথা থেকে পেলেন অভিনেতা? জানা যাচ্ছে কলকাতার মেয়ে তথা শেফ আসমা খান হলেন এই ছবির পিছনের মূল অনুপ্রেরণা। বর্তমানে তাঁর বিদেশে মূলত লন্ডনে একাধিক রেস্তোরাঁ রয়েছে। তাঁর কাহিনী নিয়েই তৈরী হচ্ছে এই ‘বৌদি ক্যান্টিন’ সিনেমা। ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। এছাড়াও পরমব্রত নিজেও কিছুটা চিত্রনাট্য লেখার কাজ সামলেছেন।এবছরেই একটি বাংলা ছবির পরিচালনার কথা ছিল পরমব্রতর। কিন্তু লন্ডনে সেই ছবির শুটিং থেকে হিন্দি বাংলা আর ওয়েব সিরিজের শুটিং একসাথে করা একপ্রকার অসম্ভব। তাকাহারা বাংলা ছবির পরিচালনায় একটা আলাদাই তৃপ্তি রয়েছে বলেই জানান অভিনেতা। এই ছবির কাহিনী তাঁর মন ছুঁয়ে গিয়েছে। সাধারণ ঘরোয়া কাজের জন্য আটকে না থেকে রান্না করতে ভালোবাসে এমন এক মেয়ের কাহিনীর পরিচালনার জন্য বেশ আগ্রহী তিনি।
এই ছবিতে শুভশ্রীর স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সাথে শ্বাশুড়ির ভূমিকায় থাকছেন অনুসূয়া মজুমদার। আপাতত যেমনটা জানা যাচ্ছে আগামী মাসের ২০ তারিখ থেকেই শুরু হচ্ছে ‘বৌদি ক্যান্টিনের’ শুটিং। নতুন এই ছবির খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকেরা এক ভিন্ন স্বাদের ছবির জন্য অপেক্ষায় রইলেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন