বিডিও অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ
রাজ্যে বিডিও অফিসে ১০০ দিনের কাজ দেখাশোনার জন্য গ্রূপ-সি কর্মী নিয়োগ। এই পদে চাকরি হলে প্রতি মাসে বেতন পাবেন ১২ হাজার টাকা। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
গ্ৰাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে। মোট ১ টি শুন্য পদ রয়েছে।এই পদে আবেদন করার জন্য ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান (ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় থাকা বাধ্যতামূলক) বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে ৬ মাসের কম্পিউটার ট্রেনিংয়ের যোগ্যতা থাকা আবশ্যক।প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।প্রতি মাসে ১২০০০/- বেতন দেওয়া হবে।
প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের নিম্নে দেওয়া ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংশোধন করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি যে মুখবন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন সেই খামের ওপরে লিখতে হবে- “APPLICATION FOR The
POST Of GRAMIN ROJGAR SAHAYAK Under MGNREGA HATAGRAM Gram PANCHAYAT”.
আবেদনের শেষ তারিখ ১৮ এপ্রিল ২০২২।
যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করে। অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করে শেষে মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকায় নাম আসলে তাদের পরবর্তী প্রক্রিয় ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লক এলাকায় নিয়োগ করা হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন