এন টি পি সি-তে লোক নিয়োগ

recruitment-in-NTPC-Limited


ফিনান্স এবং হিউম্যান রিসোর্স শাখায় ৬০ জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে এন টি পি সি । ট্রেনিং ১ বছরের । ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে । সফল ভাবে ট্রেনিং শেষে সংশ্লিষ্ট সংস্থায় স্থায়ী ভাবে নিয়োগ করা হবে । এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ঃ 07/2022.


Cick To Join Our - Whatsapp Group

শূন্যপদের বিবরণ ঃ এক্সিকিউটিভ ট্রেনি ঃ ফিনান্স (সি এ/সি এম এ) ঃ ২০ টি (সাধারণ ১০, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ১)।

শিক্ষাগত যোগ্যতা ঃ সি এ বা সি এম এ পাশ ।

ফিনান্স (এন বি এ) ঃ ১০ টি (সাধারণ ৬, তফসিলি জাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১) ।

শিক্ষাগত যোগ্যতা ঃ যে কোনও শাখায় স্নাতক, সঙ্গে অন্তত ৬৫ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) নম্বর ও ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ এম বি এ বা স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পাশ ল

হিউম্যান রিসোর্স ঃ ৩০ টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ২)।

শিক্ষাগত যোগ্যতা ঃ অন্তত ৬৫ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর ও হিউম্যান রিসোর্সে স্পেশ্যালাইজেশন-সহ এম বি এ অথবা হিউম্যান রিসোর্স বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা পার্সোনেল ম্যানেজম্যান্ট স্পেশ্যালাইজেশন- সহ স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা । অথবা সোশ্যাল ওয়ার্ক বা হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্নাতকোত্তর দিগ্রির ।

বয়স ঃ ২১-৩-২০২২ তারিখে ২৯ বছরের মধ্যে হতে হবে । সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছার পাবেন ।

বেতনক্রম ঃ ৪০,০০০-১,৪০,০০০ টাকা ।

নিয়মানুসারে দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে । প্রার্থী বাছাই করা হবে অনলাইন সিলেকশন টেস্টের মাধ্যমে । টেস্টে প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয় এবং এক্সিকিউটিভ অ্যাপ্টিটিউট বিষয়ে । টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ঃ https//careers.ntpc.co.in প্রার্থীর চালু মোবাইল নম্বর ও ই-মেল আই ডি থাকতে হবে । দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা । মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না । ফি জমা দেওয়া যাবে অনলাইন-অফলাইন উভয় ভাবেই । অফলাইনে পে-ইন-স্লিপের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই অ্যাকাউন্ট নম্বরে ঃ ৩০৯৮৭৯১৯৯৯৩ (CAG Branch, New Delhi)। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে । ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন । এটি কোথাও পাঠাতে হবে না ।

অনলাইনে দরখাস্ত যথযথ ভাবে পূরণ করে সাবমিট করুন । দরখাস্ত সাবমিট করে পাওয়া রেজিস্ট্রেশন স্লিপের এক কপি প্রিন্ট নিয়ে নেবেন । এটিও কোথাও পাঠাতে হবে না । নিজের কাছে রাখাবেন । পরে কাজে লাগবে । খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট ।




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post