রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে লোক নিয়োগ

Recruitment-in-Rashtriya-Chemicals-and-Fertilizers-Limited


কেমিক্যাল শাখায় ১৩৩ জন অপারেটর ট্রেনি নেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স । শুরুতে এক বছরের ট্রেনিং । ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে । এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০১০৩২০২২ ।


Cick To Join Our - Whatsapp Group

শূন্যপদের বিবরণ ঃ পোস্ট কোড OPTRCHEM_TR/032022: সাধারণ ৪০, তফসিলি জাতি ১৫, তফসিলি উপজাতি ১৬, ও বি সি ৫২, আর্থিক ভাবে অনগ্রসর ১০ । এর ৫ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে ।

শিক্ষাগত যোগ্যতা ঃ কেমিস্ট্রিতে বি এসসি । সি সঙ্গে স্নাতকস্তরে অন্যতম বিষয় হিসেবে ফিজিক্স পড়ে থাকতে হবে । পাশাপাশি, অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে এন সি ভি টি ট্রেনিং নিয়ে থাকতে হবে । এন সি ভি টি ট্রেনিং না থাকলে ফার্টিলাইজার বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা । ৪ বা সাড়ে ৩ বছরের স্যান্ডউইচ কোর্সও গ্রাহ্য । ডিপ্লোমা কোর্সের পর এক বছরের ট্রেনিং থাকা বাধ্যতামূলক । বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে যারা ডিপ্লোমা কোর্সে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছেন, তাঁরাও আবেদনের যোগ্য । সেক্ষেত্রে ফার্টিলাইজার বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

সব ক্ষেত্রেই প্রার্থীকে শেষ সেমেস্টার বা শেষ দু’টি সেমেস্টার মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর (তফসিলিদের ক্ষেত্রে ৫০ শতাংশ) পেয়ে থাকতে হবে ।

বয়স ঃ ১-৩-২০২২ তারিখে ২৯ বছরের মধ্যে হতে হবে । তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছার পাবেন ।

স্টাইপেন্ড ঃ নির্দিষ্ট মাসিক ৯,০০০ টাকা । সফল ট্রেনিং শেষে বেতনক্রম ঃ ২২,০০০-৬০,০০০ টাকা । সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা ।

প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন টেস্ট ও ট্রেড টেস্টের মাধ্যমে । পরীক্ষাকেন্দ্র মুম্বই ও নাগপুর । পরীক্ষা হবে দু’টি পার্টে । প্রথম পার্টে থাকে বিষয়ভিত্তিক প্রশ্ন । দ্বিতীয় পার্টে থাকবে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, রিজনিং, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওইয়্যারনেস বিষয়ে প্রশ্ন । সময় দের ঘণ্টা । নেগেটিভ মার্কিং আছে ।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ঃ www.rcfltd.com অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২৮ মার্চ । প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে । মনে রাখাবেন, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো (জে পি জি ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে ।

ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা । ব্যাঙ্ক চার্জ এবং জি এস টি অতিরিক্ত । অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে । ফি জমা দিয়ে ই-রিসিপ্ট নিয়ে নেবেন । মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না ।

খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট ।

 


প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post