এমপ্লইয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশনে লোক নিয়োগ
এমপ্লইয়িজ স্টেট
ইনশিওরেন্স কর্পোরেশন সোশ্যাল সিকিউরিটি অফিসার/ম্যানেজার গ্রেড-টু/সুপারিন্টেন্ডেন্ট
পদে ৯৩ জনকে নেবে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মোট শূন্যপদ ঃ
৯৩ টি ( সাধারণ ৪৩, তফসিলি জাতি ৯, তফসিলি উপজাতি ৮, ও বি সি ২৪, আর্থিক ভাবে অনগ্রসর
৯) । এর মধ্যে ৪ টি শূন্যপদ প্রতিবন্ধী প্রার্থী এবং ৯ টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের
জন্য সংরক্ষিত হবে ।
শিক্ষাগত যোগ্যতা
ঃ যে-কোনও শাখায় স্নাতক, সঙ্গে কম্পিউটার পরিচালনা-সহ অফিস স্যুট অ্যাপ্লিকেশনের ব্যবহার
জানতে হবে । এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । কমার্স বা ল
বা ম্যানেজম্যান্ট স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার ।
বয়স ঃ ১২-৪-২০২২
তারিখে ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে
বয়সের ছার পাবেন ।
বেতনক্রম ঃ ৪৪,৯০০-১,৪২,৪০০
টাকা ।
প্রার্থী বাছাই
করা হবে দু’পর্যায়ের লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্টের
মাধ্যমে । প্রথম পর্যায়ের (১০০ নম্বর) লিখিত পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ
অ্যাপ্টিটিউট এবং রিজনিং এবিলিটি বিষয়ে প্রশ্ন । মোট সময়সীমা ১ ঘণ্টা । দ্বিতীয় পর্যায়ের
(২০০ নম্বর) লিখিত পরীক্ষায় থাকবে রিজনিং/ইন্টেলিজেন্স, জেনারেল ইকনমি/ফিনান্সিয়াল/ইনশিওরেন্স
অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউটিভ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে প্রশ্ন ।
মোট সময়সীমা ২ ঘণ্টা । ডেস্ক্রিপতিভ টেস্টে থাকবে ইংরেজিতে লেটার ও এসে রাইটিং ।
দরখাস্ত করতে
হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ঃ www.esic.nic.in দরখাস্তের শেষ তারিখ ১২ এপ্রিল । প্রার্থীর
চালু ই-মেল আই ডি ও মোবাইল নম্বর থাকতে হবে । দরখাস্তের সময় যে পি জি বা জেপেগ ফর্ম্যাটে
স্ক্যান করা প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপের ফটো (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), কালো
কালিতে করা সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে
৫০ কেবি সাইজের মধ্যে) এবং ইংরেজিতে নির্দিষ্ট বয়ানে পূরণ করা একটি ডিক্লারেশন (৫০
থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে । ডিক্লারেশনের বয়ান পাবেন উপরোক্ত ওয়েবসাইটে
।
ফি বাবদ অনলাইনে
দিতে হবে ৫০০ টাকা (মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে
২৫০ টাকা)। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট বা নেট ব্যাঙ্কিংয়ের
মাধ্যমে । ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট অউট নিয়ে নেবেন । এটি কোথাও
পাঠাতে হবে না ।
অনলাইনে দরখাস্ত
যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করুন । পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন
। এটি কোথাও পাঠাতে হবে না । নিজের কাছে রাখবেন । পরে কাজে লাগবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন