পাটনা হাইকোর্টে লোক নিয়োগ

Recruitment-in-Patna-High-Court


স্টেনোগ্রাফার এবং কম্পিউটার অপারেটর-কাম-টাইপিস্ট পদে ১৫৯ জনকে নেবে পাটনা হাইকোর্ট । নিয়োগ করা হবে গ্রুপ সি ক্যাটেগরিতে । পশ্চিমবঙ্গের প্রার্থীরা সাধারণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট শুন্যপদের জন্যই আবেদন করতে পারবেন । প্রবেশন ১ বছরের ।


Cick To Join Our - Whatsapp Group

  শূন্যপদের বিবরণ ঃ স্টেনোগ্রাফার ঃ মোট শূন্যপদ ১২৯ টি ।

শিক্ষাগত যোগ্যতা ঃ উচ্চমাধ্যমিক, সঙ্গে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার ক্ষমতা এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে । এর পাশাপাশি ইংলিশ শর্টহ্যান্ড ও টাইপিংয়ের সার্টিফিকেত কোর্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের অন্তত ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ করে থাকেতে হবে । এন সি সি ‘বি’ সার্টিফিকেট থাকলে এবং টেরিটোরিয়াল আর্মিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার ।

বয়স ঃ ১-১-২০২২ তারিখে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে ।

বেতনক্রম ঃ ২৫,৫০০-৮১,১০০ টাকা ।

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, শর্টহ্যান্ড ও টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ।

পরীক্ষাকেন্দ্রগুলি হল পাটনা, পূর্ণিয়া ও মুজফফরপুর ।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর PHC/01/2022.

   কম্পিউটার অপারেটর-কাম-টাইপিস্ট ঃ মোট শুন্যপদ ৩০ টি ।

শিক্ষাগত যোগ্যতা ঃ স্নাতক ।

বয়স ঃ ১-১-২০২২ তারিখে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে ।

বেতনক্রম ঃ ২৫,৫০০-৮১,১০০ টাকা ।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর PHC/02/2022

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ঃ https://patnahighcourt.gov.in স্টেনোগ্রাফার পদে দরখাস্তের শেষ তারিখ ২৯ মার্চ ।




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post