রেলের NTPC র সফলদের বাড়তি তালিকা বেরোচ্ছে
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীন সব রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সনার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে যে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছিল, তার রিপোর্টের ভিত্তিতে গ্রুপ ডি (বিজ্ঞপ্তি নং আর.আর.সি ০১/২০১৯) পদের জন্য একটিই পরীক্ষা অর্থাৎ, প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) নেওয়া হবে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কলকাতা, মালদহ, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নং আর.আর.সি ০১/২০১৯ এর গ্রুপ-ডি পদে প্রথম পর্যায়ে পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়েছিল।
এবছর ফেব্রুয়ারি মাস নাগাদ এই পদে নিয়োগ প্রক্রিয়া তদারকি করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছিল। গ্রুপ-ডি পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে কিনা তা নিয়ে ওই নিয়োগ কমিটি সরাসরি প্রার্থীদের থেকে অভিযোগ জমা নিয়েছিল। সব প্রার্থীদের অভিযোগ খুঁটিয়ে দেখে ওই উচ্চ পর্যায়ের কমিটি ১০ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রুপ-ডি পদের জন্য একটিই কম্পিউটার বেস টেস্ট হবে। দ্বিতীয় পর্যায়ের কোনো কম্পিউটার বেসড টেস্ট হবে না অর্থাৎ, প্রার্থীদের একটিই সি.বি.টি টেস্ট দিয়ে চূড়ান্ত সফল হতে পারবেন। প্রথম পর্যায়ের কম্পিউটার টেস্ট হবে জুলাই মাস থেকে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিন ঘোষণা করবে। প্রথম পর্যায়ের সিবিটি টেস্ট কয়েক মাস ধরে চলবে।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন