কেন্দ্রে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসে কাজের জন্য 'মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ' পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে ২২ মার্চ থেকে। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস 'গ্রুপ -সি' নন-গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বয়স : বয়স হতে হবে ১-১-২০২২ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি হলে ১৩) বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না, মহিলারা পূণবিবাহ না করে থাকলে ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি হলে ১৩) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে পে ম্যাট্রিক্স কমিশন অনুযায়ী।
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 'Recruitment to the
post of Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021' পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে জুন মাসে। পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.ssc.nic.in, sscer.org সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে, ২২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইটে :www.ssc.nic.in বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য আগামী সংখ্যায় দেওয়া হবে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন