জেক্সপো ও ভোকলেট পরীক্ষা ৭ মে
পশ্চিমবঙ্গের
বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলিতে ফটোগ্রাফি-সহ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির
বিভিন্ন শাখায় ৩ বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তির পরীক্ষা জেক্সপো ও ভোকলেট অনুষ্ঠিত হবে
৭ মে । দু’টি পরিক্ষাই পরিচালনা করবে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড
ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট । জেক্সপো পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের
ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হয় । এ ছাড়া সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয়
বর্ষে ল্যাটারাল এন্ট্রিতে ভর্তির জন্য নেওয়া হয় ভোকলেট পরীক্ষা । এছারাও মর্ডান অফিস
ম্যানেজমেন্ট এবং থ্রি-ডাইমেনশনাল অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্সের ডিপ্লোমা কোর্সেও
ভর্তি নেওয়া হয় ভোকলেট পরিক্ষায় প্রাপ্ত স্কোরের ভিত্তিতে ।
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিষয়গুলি হল ঃ এগ্রিকালচারাল
ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার
সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সফটওয়্যার
টেকনোলজি, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফর্মেশন সিকিউরিটি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জনিয়ারিং,
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন
ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড
ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল),
ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ফুড প্রসেসিং টেকনোলজি, ফুটওয়্যার টেকনোলজি, জিওগ্রাফিক
ইনফর্মেশন সিস্টেম অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল,
ইনফর্মেশন টেকনোলজি, ইন্টিরিয়র ডেকরেশন, লেদার গুডস টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
(প্রোডাকশন), মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভেয়িং, মাইনিং ইঞ্জিনিয়ারিং,
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, মাল্টিমিডিয়া টেকনোলজি, প্যাকেজিং টেকনোলজি, ফটোগ্রাফি,
প্রিন্টিং টেকনোলজি রিনিউয়েবল এনার্জি, সার্ভে ইঞ্জিনিয়ারিং, অয়েব ডিজাইনিং, কমিউনিকেশন
অ্যান্ড কম্পিউটার নেট ওয়ার্কিং, কনস্ট্রাকশন অটোমেশন অ্যান্ড মেকাট্রনিক্স ইতাদ্যি
। এই সবক’টি বিষয়েই পড়ানো হয় ৩ বছরের ডিপ্লোমা কোর্স । সব পলিটেকনিক প্রতিষ্ঠানে সব
শাখায় কোর্স পড়ানো হয় না । কোন পলিটেকনিকে কী কী বিষয় পড়ানো হয় তার বিশদ তালিকা পাবেন
এই ওয়েবসাইটে ঃ www.webecte.co.in
শিক্ষাগত যোগ্যতা ঃ জেক্সপো ঃ মোট ৩৫ শতাংশ নম্বর-সহ
মাধ্যমিক বা সমতুল পরিক্ষায় পাশ । অ্যাডিশনাল বিষয়ের নম্বর এ ক্ষেত্রে গ্রাহ্য হবে
না । বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই । প্রার্থীর জন্মতারিখ ১-৭-২০০৭ –এর পরে হওয়া চলবে
না
ভোকলেট ঃ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি শাখার ক্ষেত্রে
ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বা বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ । অথবা বিজ্ঞান
শাখায় টেকনিক্যাল ভোকেশনাল বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ । অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক
পাশ । উচ্চমাধ্যমিকে অন্যতম বিষয় হিসেবে ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে । এ ছারাও মাধ্যমিকের
পর ২ বছরের কোর্সে আই টি আই পাশ করে থাকলেও এই পরীক্ষা দেওয়া যায় যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাঁরাও
আবেদন করতে পারেন । বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই ।
ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট
এবং ডিপ্লোমা ইন থ্রি-ডাইমেনশনাল অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স কোর্সের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক
পাশ । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অন্যতম বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে । শুধু মহিলারা
আবেদন করবে ।
উভয়ক্ষেত্রেই প্রার্থীর বর্ণান্ধতা রোগ থাকা চলবে
না । পরীক্ষার ধরনধারন ঃ জেক্সপো ঃ পরীক্ষা ১০০ নম্বরের । পরিক্ষায় প্রশ্ন হবে অঙ্ক,
ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্টিটিউট এবং ইংরেজি বিষয়ে ।
ভোকলেট ঃ ১০০ নম্বরের পরীক্ষায় মাল্টিপল চয়েস ধরনের
প্রশ্ন হবে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে
।
উভয়ক্ষেত্রেই
প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ধরনের । প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং
হবে । মোট সময়সীমা ২ ঘণ্টা ।
উভয় পরীক্ষার ক্ষেত্রে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড
করা যাবে ২৮ জুন থেকে ।
অনলাইন আবেদন
করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ঃ www.wbbscte.co.in অনলাইন আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল । আবেদনের
জন্য কোনও ফি লাগবে না ।
অনলাইন আবেদনের পদ্ধতি-সহ খুঁটিনাটি তথ্যের জন্য
দেখুন উপরোক্ত ওয়েবসাইট ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন