রেলের গ্ৰুপ 'ডি' পরীক্ষা জুলাই থেকে
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীন সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সনার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে যে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছিল, তার রিপোর্টের ভিত্তিতে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এন.টি.পি.সি) এর প্রথম পর্যায়ের সি.বি.টি টেস্ট (২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত ৭ পর্যায়ে হয়েছিল) এই সফল বাড়তি প্রার্থীদের নিয়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পুরো তালিকা বেরোবে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কলকাতা, মালদাহ, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর বিজ্ঞপ্তি নং ০১-২০১৯ নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এন.টি.পি.সি) এর প্রথম পর্যায়ে সফলদের যে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি-।।।)পরীক্ষা ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল তা সাময়িকভাবে স্থগিত হয়েছিল।
প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের উত্তরপত্র আবার মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই ক্যাটাগরিতে মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আগে যাঁদের তালিকা বেরিয়েছিল, সেটি বৈধ থাকবে। এছাড়াও ২০ গুণ প্রার্থীর নাম ধরে অতিরিক্ত সফল প্রার্থীদের তালিকা বের করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে মে মাস নাগাদ।
প্রসঙ্গত উল্লেখ্য এ বছর ফেব্রুয়ারি মাস নাগাদ এই পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া তদারকি করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছিল। ওই নিয়োগ কমিটি সরাসরি এন.টি.পি.সি ক্যাটেগরির প্রথম পর্যায়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে অভিযোগ জমা নিয়েছিল। এন.টি.পি.সি ক্যাটাগরির প্রথম পর্যায়ের ফলের ওপর যারা সন্তুষ্ট হননি, তারা সরাসরি অভিযোগ জানিয়েছিল।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন