ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং এ লোক নিয়োগ
ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটারী ইন্সপেক্টর ও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) কোর্স এ ভর্তি নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
যে কোন শাখার উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোর্স পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে ভর্তির জন্য আবেদন করতে পারেন। ১ বছরের কোর্স। মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা মেডিক্যাল ল্যাবরেটরি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এছাড়াও এখানে CNS, TB ও SWM কোর্স করানো হয়। সব ক্ষেত্রেই থিওরির পাশাপাশি প্র্যাক্টিক্যাল ক্লাস করানো হয়। অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে। সরকার স্বীকৃত কোর্স করে সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া যায়। ভর্তির জন্য এখনি যোগাযোগ করতে হবে এই ঠিকানায় : IIHT, 226
B.B.Ganguly Street, Bowbazar, Kol-12, 7003224427, 9836396734, 8017040262,
Website - www.iiht.in
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন