কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন এ কাজের জন্য 'অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার'
আর সেন্ট্রাল লেবার সার্ভিসে কাজের জন্য 'জুনিয়র টাইম স্কেল' পদে ১৭৪ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ভ্যাকান্সি নং : 21121902625 :
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স (আর্মানেন্ট অ্যামিউনিশন) : ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
পে-স্কেল লেভেল-৭ম পে মেট্রিক।
শূন্যপদ : ২৯ টি (জেনাঃ ১৪, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)।
চাকরি হবে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন-এ।
ভ্যাকান্সি নং : 21121903625 :
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স (ইলেক্ট্রনিক্স)
: ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
পে স্কেল লেভেল- ৭ ম পে ম্যাট্রিক্স।
শূন্যপদ : ৭৪ টি (জেনাঃ ৩৬, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ২০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬)।
চাকরি হবে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন-এ।
ভ্যাকান্সি নং : 21121904625
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স (জেনেটিক্স) : ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি (ইন অর্গানিক) বা কেমিস্ট্রি (অর্গানিক) এর মাস্টার ডিগ্রী কোর্স আবেদনের যোগ্য।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
পে-স্কেল লেভেল-৭ম পে ম্যাট্রিক্স।
শূন্যপদ : ৫৪ টি (জেনাঃ ২৫, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ১৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)। চাকরি হবে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন-এ।
ভ্যাকেন্সি নং : 21121905425
জুনিয়র টাইম স্কেল : যে কোন শাখার গ্র্যাজুয়েটরা সোশ্যাল ওয়ার্ক, লেবার ওয়েলফেয়ার,
ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স, পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার ল'এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
পে স্কেল লেভেল ১০ম পে ম্যাট্রিক্স।
শূন্যপদ :১৭ টি (জেনাঃ ৮, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)।
চাকরি হবে সেন্ট্রাল লেবার সার্ভিসে।
উপরের সব পদের বেলায় প্রার্থী বাছাই করবে 'ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন' ।এজন্য প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে। তারপর হবে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে ১৩ জানুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটে : www.upsconline.nic.in কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি পাবেন এই ওয়েবসাইটে। প্রার্থীদের দরখাস্ত করার আগে মূল বিজ্ঞপ্তি দেখে দরখাস্ত করবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন