ইন্ডিয়ান কোস্ট গার্ড এ লোক নিয়োগ
ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর (ইন্ডিয়ান কোস্ট গার্ড) পশ্চিম রিজিয়ন ফায়ারম্যান, সিভিলিয়ন, মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্টা ফিটার, মাল্টিটাস্কিং স্টাফ ও স্টোরকীপার পদে ৮২ জন লোক নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কারা কোন পদের জন্য যোগ্য :
ফায়ারম্যান : মাধ্যমিক পাশরা শারীরিকভাবে সক্ষম থাকলে আর ফায়ারম্যান পদে কাজ করায় আগ্রহী থাকলে যোগা।
শরীরের মাপজোখ : হতে হবে লম্বায় অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮২.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি, আর ওজন অন্তত ৫০ কেজি।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ১৯,৯০০ টাকা।
শূন্যপদ : ৫৩ টি। এর মধ্যে দমনে ২৪ টি (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ও.বি.সি ৫, ই.ডব্লু.এস ৩)। রত্নাগিরিতে ২৯ টি (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ও.বি.সি ৭, ই.ডব্লু.এস ২)।
সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার : মাধ্যমিক পাশরা ভারি ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। গাড়ি চালানোর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিজমের কাজে দক্ষতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে : ১৯,৯০০ টাকা।
শূন্যপদ : ১১ টি (জেনাঃ ৩, তঃজাঃ৩, তঃউঃজাঃ ২, ও.বি.সি ২, ই.ডব্লু.এস ১)।
মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার : মাধ্যমিক পাশরা অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। আই.টি.আই থেকে ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে : ১৯,৯০০ টাকা।
শূন্যপদ : ৫ টি। এর মধ্যে মুম্বাইয়ে ১ টি (ও.বি.সি), রত্নগিরি ২ টি (জেনাঃ), কোচি ১ টি (জেনাঃ), কাভারত্তি ১ টি (জেনাঃ)।
স্টোরকীপার গ্ৰেড-।। : উচ্চ মাধ্যমিক পাশরা স্টোর হ্যান্ডলিংয়ের কাজে অন্তত ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে : ১৯,৯০০ টাকা।
শূন্যপদ :৫ টি। এর মধ্যে মুম্বাইয়ের ১ টি (তঃজাঃ), কোচি ২ টি (জেনাঃ)।
লস্কর : মাধ্যমিক পাশরা নৌকায় অন্তত ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। আই.টি.আই থেকে ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ১৮,০০০ টাকা।
শূন্যপদ : ৫ টি। এরমধ্যে মুম্বাইয়ের ৩ টি (ও.বি.সি), মুরুদ জনজিরা ১ টি (জেনাঃ), কোচি ১ টি (তঃজাঃ)।
মাল্টি টাস্কিং স্টাফ : মাধ্যমিক পাশরা অফিস অ্যাটেড্যান্ট এর কাজে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে :১৮,০০০ টাকা।
শূন্যপদ : ৩ টি। এর মধ্যে রত্নগিরি ২ টি (জেনাঃ), গোয়া ১ টি (ও.বি.সি)।
ওপরের সব পদের বেলায় বয়স গুণতে হবে ৩১-১-২০২২ এর মধ্যে।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় ৫০% (তপশিলি হলে ৪৫%) নম্বর পেলে সফল হবেন। এরপর হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। 'ফায়ারম্যান' পদের বেলায় প্রথমে শারীরিক মাপজোখ এর পরীক্ষা হবে। তারপর এন্ডিওরেন্স টেস্ট হবে।
এই টেস্টে থাকবে :
(১) ৬৩.৫ কেজি ওজনের বস্তুকে নিয়ে ৯৬ সেকেন্ডে ১৮৩ মিটার দূরত্ব অতিক্রম করা।
(২) হাত ও পা এর সাহায্যে সমান্তরাল দড়ি বেয়ে ৩ মিটার ওপরে ওঠা।
(৩) জোড়া পা এর সাহায্যে ২.৭ মিটার খানা টপকানো।
দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে : www.joinindiancoastguard.gov.in
পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন এইসব প্রমানপত্রের স্ব-প্রত্যয়িত নকল :
(১) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
(২) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট (মার্ক স্টেটমেন্ট সহ) ও সার্টিফিকেট,
(৩) ও.বি.সি, তপশিলী প্রার্থীদের বেলায় যথাবিহিত কাস্ট সার্টিফিকেট।
(৪) খেলাধুলা বা এন.সি.সি'র সার্টিফিকেট (যদি থাকে)।
দরখাস্ত পাঠাবেন সাধারণ ডাকে। পৌঁছনো চাই ৩১ জানুয়ারির মধ্যে।
মুম্বাই ও মরুদ জঞ্জিরার বেলায় দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Commander, No.2 Coast Guard District Headquarters, Worli
Sea Face P.O, Worli Colony, Mumbai-400 030.
রত্নাগিরির বেলায় দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় :The Commanding Officer, CGAS Ratnagiri, C/o ICCS Ratnagiri,
Airport Building, MIDC Area, Ratnagiri District-415 639, Maharashtra.
কোচি কেন্দ্রের বেলায় দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The commander, No.4 Coast Guard District
(Kerala & Mahe), Kelvatthy, Fort, Kochi- 682 001.
গোয়ার বেলায় দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Commander, No.11 Coast Guard District Headquarters (Goa).
4th Floor, MPT Old Admin. Bldg. Mormugao Harbour,
Goa- 403 803.
কাভারত্তির বেলায় দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় : The Commander, No.12 Coast Guard District (Kavaratti),
Kabaratti Island, UT of Lakshadweep- 682555.
দমনের বেলায় দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায় :The Commanding Officer, Coast Guard District Air Station
Daman, Daman- 396210.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন