দিল্লি পাব্লিক স্কুলের মজঃফরপুর শাখা প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার ও প্রি-প্রাইমারি টিচার পদে কিছু শিক্ষক-শিক্ষিকা নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
প্রাইমারি টিচার নেওয়া হবে : ইংরিজি, অঙ্ক, হিন্দি, আর্ট অ্যান্ড ক্র্যাফট, ডান্স, মিউজিক / ইন্সট্রুমেন্ট মিউজিক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। গ্ৰ্যাজুয়েটরা বি.এড বা পি.পি.এড কোর্স পাশ হলে যোগ্য। সি-টেট পাশ হলে অগ্ৰাধিকার পাবেন। প্রাইমারি স্তরে অন্তত ৩ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার নেওয়া হবে : ইংরিজি, অঙ্ক, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার, সংস্কৃত, হিন্দি। প্রথমে বা দ্বিতীয় শ্রেণীর গ্ৰ্যাজুয়েটরা বি.এড কোর্স পাশ হলে যোগ্য। কোনো নামী স্কুলে অন্তত ৫ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
প্রি- প্রাইমারি টিচার নেওয়া হবে সব বিষয়ে। গ্ৰ্যাজুয়েটরা ডি.এল.এল বা বি.এড কোর্স পাশ হলে যোগ্য। সি-টেট পাশ হলে অগ্ৰাধিকার পাবেন। প্রাইমারি স্তরে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও লাইব্রেরিয়ান,
সায়েন্স ল্যাব ইন চার্জ, কাউন্সেলর, নার্স, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ট্রান্সপোর্ট বা এস্টেট অফিসার, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ,
ইত্যাদি পদেও ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২২ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.dpsmuzaffarpur.com আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন