ভার্চুয়াল প্রেস বিনা পয়সায় শুরু করুন এই লাভজনক ব্যবসা
start virtual press printing businness without any investment : ব্যবসা করতে পুঁজি
লাগে না । এই ধারনাটা এবার ভেঙ্গে ফেলুন । ব্যবসা করতে লাগে কিছু ক্রিয়েটিভ আইডিয়া
। মাথায় রাখবেন একটি বাজারে মিষ্টির দোকান ১০ টি থাকতে পারে ! কিন্ত সবগুলিতেই কি সমান
ভিড় হয় ? কোন একটি বা দুটি দোকানে বেশি ভিড় হয় । কিন্তু কেন ?
এই কেনর মধ্যেই
রয়েছে ব্যবসায় আপনার সফলতার রহস্য ! কি এমন রয়েছে সেই দোকানটির মধ্যে যা অন্যদের নেই
! সেই কারণটি খুঁজে বের করুন ! দেখতে পাবেন প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু কারন
থাকবেই ! এবার আপনি ভাবুন আপনি কোন ব্যাবসা শুরু করবেন ? তারপর ভাবুন সেই ব্যবসা তো
অন্য অনেকেই করে , তাহলে আপনার কাছেই কেন মানুষ আসবে ? এই কেনর উত্তর যেদিন বার করতে
পারবেন ! এবং যেদিন ব্যবসায় সেটিকে কাজে লাগাতে পারবেন সেদিনই আপনি হবেন সফল ব্যবসায়ী
!
ব্যবসা শুরু করার
ধাপসমূহ –
ব্যবসা শুরুর
চারটি ধাপে আমরা ভাগ করতে পারি । যথা -
প্রথম – আগে ঠিক
করতে হবে কি ব্যবসা করবেন ?
দ্বিতীয় – সেই
ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসের যোগান ।
তৃতীয় – নিজের
ব্যবসার প্রচার করতে হবে ।
চতুর্থ – ব্যবসায়
কাস্টমার এলে তাদের ধরে রাখতে হবে ।
এই চারটি ধাপ
খুবই গুরুত্বপূর্ণ । প্রথমেই ঠিক করুন কি ব্যবসা করবেন ? এইটাই প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ
। ব্যবসা করতে পুঁজি লাগে এটা যেমন সত্য । ঠিক সমানভাবে সত্য সব ব্যবসাতে পুঁজি লাগে
না । তাই আমাদের এমন আইডিয়া ভাবতে হবে কি এমন ব্যবসা রয়েছে যাতে কোন পুঁজি লাগে না
?তবে আপনি যদি ভেবে থাকেন প্রথমেই একটা কারখানা খুলে ব্যবসা করবেন । তাহলে এখানেই থেমে
যান । মনে রাখবেন প্রত্যেকটি বড় বড় কোম্পানির শুরুটা কিন্তু একদম ছোট্ট থেকেই শুরু
হয়েছিল । তাই আপনাকেও প্রাথমিকভাবে লক্ষ্যটা ছোট রাখতে হবে । তবে আপনি সঠিক লক্ষ্যে
এগিয়ে গেলে আপনার ব্যবসা বড় হতে সময় লাগবে না ।
চলুন আপনার সাহাযার্থে
আমরা কিছু ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের দেবো যার মাধ্যমে আপনারা একটি কম প্রতিযোগিতা রয়েছে
অথবা প্রতিযোগিতায় নেই এমন কিছু ব্যবসা শুরু করতে পারবেন এবং জীবনে সফল হতে পারবেন ।
আজ আমরা যে ব্যবসাটি
নিয়ে আলোচনা করবো চলুন সেটার নাম দেওয়া যাক “ভার্চুয়াল প্রেস” । এই কাজে আপনার কোন
পুঁজি লাগবে না । কিন্তু খুব সহজেই একটা সম্মানজনক আয় করতে পারবেন । তো চলুন শুরু করা
যাক –
ভার্চুয়াল প্রেসঃ
–
যত দিন এগিয়ে
চলেছে সব ক্ষেত্রেই প্রচার একটি অন্যতম মাধ্যম । এবং সেই প্রচারের হাতিয়ার হল লিফলেট
, পোস্টার , ভিজিটিং কার্ড ইত্যাদি । এছাড়াও বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন , কোন সভা থেকে
বড় বড় র্যালি সব ক্ষেত্রেই কিছু না কিছু প্রিন্ট করার প্রয়োজন । তাই প্রেস হল তেমনই
একটি ব্যবসা যার চাহিদা আগামীদিনে আরও বাড়বে বই কমবে না । কিন্তু একটি প্রেস শুরু করতে
গেলে তো লাখ লাখ টাকা লাগবে ! বড় বড় মেশিন কিনতে হবে ! আমাদের তো ওত টাকা নেই তাহলে
? আমি আগেই ব্যবসা করতে টাকা লাগে না , লাগে আপনার সৃজনশীলতা ।
আমরা এই প্রেস
এর ব্যবসা শুরু করবো কিভাবে ? কিন্ত এতে না লাগবে কোন পুঁজি , আর না লাগবে কোন অফিস
কাউন্টার । সেকারণেই তো আজকের ব্যবসাটির নাম দিয়েছি ভার্চুয়াল প্রেস । এটা আপনি বাড়ি
থেকেই করতে পারবেন । সবকিছুই হবে ফোনে ফোনে । কিভাবে ?
ভার্চুয়াল প্রেস
কিভাবে শুরু করবেন ?
এই ব্যবসা কিভাবে
শুরু করবেন সেবিষয়টি আমরা কয়েকটি ধাপে আলোচনা করবো ।
প্রথম ধাপ -
আপনার কোন আইডিয়ায়
নেই যে প্রেসের ব্যবসা কত লাভজনক ব্যবসা । এরকম লাভজনক ব্যবসা খুব কমই রয়েছে ।আপনাকে
প্রথমেই যেটা করতে হবে সেটা হল আগে একটি বড় কোন প্রেসের সঙ্গে যোগাযোগ করতে হবে ।
তার সাথে আপনাকে
চুক্তি করতে হবে । আপনি তার কাছ থেকেই আপনার সকল অর্ডারের কাজ দেবেন । সে আপনাকে কাস্টমারের
থেকে অনেক কম রেটে আপনাকে প্রোডাক্টের ডেলিভারি
দেবে । লেখার শেষে আপনাদের জন্য লাভের একটি
হিসাব দিয়ে দেব । আপনি সেটি দেখে নিশ্চিতভাবেই অবাক হবেন ।
এক্ষেত্রে একটি
টিপস দিয়ে রাখি । আপনি আপনার গ্রামের কোন প্রেসের সাথে এই চুক্তি করবেন না । সেটা যত
বড় দোকানই হোক না কেন । আপনার আশেপাশে নিশ্চিতভাবেই কোন না কোন শহর রয়েছে । সেখানে
যান । একটু ঘুরুন । একটু বাজারটা দেখুন । এবং সেই শহরেরই কোন একটি বড় প্রেসের সাথে
যোগাযোগ বা চুক্তি করবেন ।
আপনার গ্রামের কোন প্রেসের সাথে কেন চুক্তি করবেন না । এটার তিনটি কারণ রয়েছে ।
প্রথমত - আপনার গ্রামের
যেটি বড় প্রেস সে ইতিমধ্যেই আপনার গ্রামে ব্যবসার
পসার জমিয়ে ফেলেছে । তাই সে আপনাকে কাজ দেওয়া বদলে সরাসরি কাজ নেওয়া পছন্দ করবে । কারণ
তাতে তার লাভ বেশি ।
দ্বিতীয়ত – সাধারণত
গ্রামে যে প্রেসের মেশিনগুলি থাকে সেগুলি অ্যানালগ মেশিন । ডিজিটাল নয় । তাই তাদের
খরচ অনেকটাই বেশি হয় । সেকারণেও গ্রামের প্রেসগুলিও অনেক কাজ শহর থেকে করে আনে খরচ
কমানোর জন্য । তাহলে আপনি কেন সরাসরি সেই শহরের
প্রেসে যাবেন না ? অবশ্যই আপনার শহরের বড় কোন ডিজিটাল প্রেসের সাথে যোগাযোগ
করা উচিত । সে আপনাকে অনেক কম রেটে ডেলিভারি দিতে সক্ষম হবে ।
তৃতীয়ত – সেই
শহরের প্রেসটি অবশ্যই চাইবে তার ব্যবসার বিস্তার হোক । নিশ্চিতভাবেই তাই সে আপনাকে
অনেক বেশি সাহায্য করবে যাতে করে আপনার গ্রামেও তার ব্যবসার বিস্তার ঘটাতে পারে ।
দ্বিতীয় ধাপ
–
আপনাকে প্রথমে
আপনার ভার্চুয়াল প্রেসের জন্য একটি সুন্দর নাম ভাবতে হবে । ব্যবসার নামেও অনেক কিছু
নির্ভর করে । কাস্টমারকে আকর্ষণ করতে সাহায্য করে । তাই ভেবেচিন্তে একটি সুন্দর নাম
রাখুন । একটি উদাহরন নেওয়া যাক –
দুটি নাম কোনটি
আপনার দৃষ্টি আকর্ষণ আগে করছে বলুন ?
১. অমল প্রেস
২. অমল ডট কম
প্রেস
নিশ্চিতভাবেই
দ্বিতীয় নামটি বেশি গ্রহনযোগ্য । সেভাবেই আপনিও আপনার ব্যবসার একটি সুন্দর ও আকর্ষণীয়
নাম ভাবুন ।
তৃতীয় ধাপ –
এটি খুবই গুরুত্বপূর্ণ
ধাপ । আপনার প্রেস রেডি । এবার চাই আপনার প্রেসের প্রচার । এই প্রচারেই সবকিছু নির্ভর । আপনার গ্রামে আগে
থেকেই অনেক প্রেস রয়েছে । তাই তাদের সাথে আপনাকে প্রতিযোগিতা করবে ।তাই প্রচারটা আপনাকে
জোরদার করতে হবে । এক্ষেত্রে দুটি পদ্ধতিতে প্রচার করবেন অফলাইন এবং অনলাইন –
অফলাইন প্রচার
-
অফলাইন প্রচার
করতে আপনার খুব জোর ১০০০ টাকা মত খরচ হবে । এটুকু টাকা নিশ্চয়ই আপনার আছে ! প্রথমে
আপনি হাজারটা মত পোস্টার ছাপান । এবং সেগুলিকে আপনার এলাকার বিশেষ বিশেষ জায়গায় লাগিয়ে
দিন । ১০০০ পোস্টার ছাপাতে আপনার ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হবে । এবং সেগুলিকে লাগানোর
জন্য কোন একটি ছেলে দেখুন । তাকে ২০০ টাকা থেকে ৩০০ টাকা দিলেই খুশি মনে সেগুলিকে লাগিয়ে
দেবে । তবে হ্যা ! একটা জিনিস মাথায় রাখুন পোস্টারগুলো সঠিক জায়গায় লাগাবেন । আমাদের
বাঙ্গালিদের জন্য সব থেকে সঠিক জায়গা হল চায়ের ঠেক । এর সাথে সাথে মুখে মুখেও প্রচার
করতে থাকুন ।বন্ধু আত্মীয় স্বজনদেরও বলুন ।
অনলাইন প্রচার –
অনলাইন প্রচার
করতে একটি টাকাও খরচ হবে না । একটি ফেসবুক পেজ খুলবেন এবং সেখানে আপনি যে ফ্লেক্স
, লিফলেট , ব্যানার , পোস্টার , ভিজিটিং কার্ড , বিয়ের কার্ড প্রভৃতি প্রেসের সমস্তপ্রকার
সাপ্লাই দিয়ে থাকেন সেইসম্বন্ধিত নিয়মিত পোস্ট করতে থাকুন । বন্ধুদের বলুন সেগুলিকে
শেয়ার করতে । এবং যখন কোন নতুন কাজ পাবেন সেই কাজগুলিকেও ফেসবুক পেজে পোস্ট করতে থাকুন
। এর সাথে সাথে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিন । আপনি চাইলে আমরা আপনাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দেব । নীচে আমাদের ল্যান্ডলাইন নম্বর দেওয়া হল ।আপনার পেজে এবং ওয়েবসাইটে মানুষ পোস্টগুলি দেখতে পাবে । তারফলে আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে । ফেসবুকে পেজ কিভাবে তৈরি করতে
হয় , বা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন যদি না জানেন আমরা আপনাদের সাহায্য করবো । নিচের দেওয়া নম্বরে ফোন করুন ।
আমাদের ল্যান্ডলাইন
নম্বর – 7551067843
চতুর্থ ধাপ –
এটি সব থেকে গুরুত্বপূর্ণ । এখন আপনার প্রেস রেডি । মানুষও জেনে গেছে যে আপনি প্রেসের কাজ করেন । তাহলে এখন প্রশ্ন হল আপনার কাছেই কেন মানুষ আসবে । আপনার তো একটা অফিস পর্যন্ত নেই । তাহলে কিছুতো আলাদা করতে হবে । সবসময় খারাপ পরিস্থিতিকে সমস্যা হিসেবে নয় সুযোগ হিসেবে দেখুন । আপনার অফিস নেই এটা আপনার দুর্বলতা নয় , এটাই আপনার শক্তি ।
আপনি প্রচারের
সময় ফোন নাম্বার দিন । আপনাকে আপনার কাস্টমারেরা ফোনের মাধ্যমেই যোগাযোগ করবেন । তাদেরকে
আপনার কাছে আসার দরকার নেই , আপনি পৌঁছে যান
তাদের ঠিকানায় । এবং তার দেওয়া অর্ডার তার বাড়িতে পৌঁছে দিন । ব্যবসার অন্যতম হাতিয়ার
হল আপনার ব্যবহার । সবসময় কাস্টমারকে যথাসম্ভব সম্মান দিয়ে কথা বলুন । এতে কাস্টমার
খুশি হবেন । এবং সেই কাস্টমারই অন্যদের রেকমেন্ড করবে । এতে আপনার ব্যবসা বাড়বে ।
ভার্চুয়াল প্রেসের
ব্যবসাতে আপনার লাভ কত হবে ?
চলুন একটা সহজ
হিসাব দেখে নেওয়া যাক –
হিসাবটা কাল্পনিক
১০০০ পোস্টার
ছাপাতে সাধারনত কাস্টমারের কাছে মোটামুটি ৭০০ টাকা চার্জ করা হয় । এখন এই পোস্টার ছাপাতে
প্রেসের খরচ হয় ৪০০ টাকার বেশি হয় না । অর্থাৎ লাভ থাকে প্রায় ৩০০ টাকা পর্যন্ত ।
এবার আপনি যে
প্রেসের সাথে যোগাযোগ করবেন তার সাথে সেভাবেই চুক্তি করবেন । সে আপনাকে কাস্টমারের
রেট নেবে না । কারন আপনি টাকে অনেক কাজ দেবেন । ধরা গেল সে আপনার কাছে চার্জ করলো ৫০০
টাকা । আপনি কাস্টমারকে সেটি ৬৫০ টাকায় ডেলিভারি দিলেন । আপনার লাভ থাকল ১৫০ টাকা ।
অন্যদিকে কাস্টমারও খুশি হল বাজারের থেকে ৫০ টাকা কমেও পেলো । আবার তার বাড়িতে গিয়ে
অর্ডার নিলেন আবার বাড়িতেই ডেলিভারি দিলেন । তাহলে এবার ভাবুন আপনার কাছে মানুষ আসবে
কি আসবে না ?
তবে একটা জিনিস
খেয়াল রাখবেন । কোন ব্যবসার ক্ষেত্রেই তৎক্ষণাৎ লাভ হয় না । অন্ততপক্ষে ছয়মাস থেকে
একবছর কোন একটি ব্যবসাকে মাটি কামড়ে পরে থাকুন । সফল নাহলে একবছর পর এই পোস্টে এসে
কমেন্ট করে যাবেন । আমি নিশ্চিত ততদিনে আপনি সাফল্যের মুখ দেখে ফেলবেন ।
নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত !
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Aro kichu business idea nite chay
ReplyDeleteSuperb..
ReplyDeleteপড়লাম কিন্তু মনে হলো কাছা হাতে লেখা,, ব্যাবসা এতোটাই সহজ না যে ভাবে লেখলেন
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন