স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'সার্কেল বেসড অফিসার' পদে ১,২২৬ জন ছেলেমেয়ে নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশ প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডন্স সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ১৫ বছর আর্মড ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরিজিতে লিখতে ও বলতে পারা দরকার। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে। কোনো বাণিজ্যিক ব্যাঙ্ক বা গ্ৰামীন ব্যাঙ্কে অফিসার হিসাবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ১-১২-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ (ও.বি.সি হলে ১৩, তপশিলী হলে ১৫) বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে ৬ মাসের প্রবেশন।
মূল মাইনে : ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা।
শূন্যপদ : ১,২২৬ টি। এর মধ্যে - আহমেদাবাদ সার্কেলে গুজরাট রাজ্যে ৩৫৪ টি (জেনাঃ ১২২, ই.ডব্লু.এস ৩০, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ২৪, ও.বি.সি ৮৭, ব্যাকলগ ৫৪)। এর মধ্যে প্রতিবন্ধী ১২।
বেঙ্গালুরু সার্কেলে কর্ণাটকে ২৭৮ টি (জেনাঃ ১০০, ই.ডব্লু.এস ২৫, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১৯, ও.বি.সি ৬৯, ব্যাকলগ ২৮)। এর মধ্যে প্রতিবন্ধী ১০।
ভূপাল সার্কেলে মধ্যপ্রদেশে ১৬২ টি (জেনাঃ ৬০, ই.ডব্লু.এস ১৫, তঃজাঃ ২৪, তঃউঃজাঃ ৪, ও.বি.সি ৪, ব্যাকলগ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ২।
চেন্নাই সার্কেলে তামিলনাড়ু ২৭৬ টি (জেনাঃ ১০০, ই.ডব্লু.এস ২৫, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ৪৪, ও.বি.সি ৪৮, ব্যাকলগ ২৬)। এর মধ্যে প্রতিবন্ধী ১০।
জয়পুর সার্কেলে রাজস্থানে ১০৪ টি (জেনাঃ ৪২, ই.ডব্লু.এস ১০, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৫, ও.বি.সি ২৪, ব্যাকলগ ৪)। এর মধ্যে প্রতিবন্ধী ৪।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে জানুয়ারি মাস নাগাদ। তাতে সফল হলে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ।
এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ২ ঘন্টার ১২০ নম্বরের ১২০ টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে :
(১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ- ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন। সময় ৩০ মিনিট।
(২) ব্যাঙ্কিং নলেজ - ৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন। সময় ৪০ মিনিট।
(৩) জেনারেল অ্যাওয়ারনেস বা ইকনামি ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন। সময় ৩০ মিনিট।
(৪) কম্পিউটার অ্যাপ্টিটিউট
- ২০ নম্বরের ২০ টি প্রশ্ন। সময় ২০ মিনিট।
এরপর ডেসক্রিপিটিভ টাইপের পার্টে ৩০ মিনিটের ৫০ নম্বরের পরীক্ষা।
লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে : পশ্চিমবঙ্গ :আসানসোল,দূর্গাপুর, গ্ৰেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি।
বিহার : আড়া, ঔরঙ্গাবাদ (বিহার), ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজংফরপুর, পটনা, পূর্ণিমা।
ওড়িশা : বালাসোর, বেরহামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, রৌরকেলা, সম্বলপুর।
অসমে ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর।
ত্রিপুরার আগরতলা।
মেঘালয়ের শিলং।
মিজোরামের আইজল।
ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ জামশেদপুর, রাঁচী।
এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন 'Acquaint Yourself' পুস্তিকায় যা লিখিত পরীক্ষার কল লেটারের সঙ্গে দেওয়া হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : https://bank.sbi/careers, https://sbi.co.in/careers
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। দরখাস্ত করার আগে প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে :
(১) পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার,
(২) বুড়ো আঙুলের ছাপ (লেফট থাম্ব ইমপ্রেশন)।
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর ফটো ও সিগনেচার আপলোড করবেন, এবার পরীক্ষা ফী বাবদ ৭৫০ (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে। টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন