রেলে NTPC র ফল জানুয়ারিতে
কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নং ০১/২০১৯ এর নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এন.টি.পি.সি) এর প্রথম পর্যায়ের যে সি.বি.টি টেস্ট ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত ৭ টি পর্যায়ে হয়েছিল, তার ফল বেরোবে আগামী বছর ১৫ জানুয়ারি।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
প্রথম পর্যায়ের এই পরীক্ষা সারা ভারতের ২০০ টি সিটিতে ৭২৬ টি সেন্টারে ৬৮ দিন ধরে ১৩৩ শিফটে নেওয়া হয়। প্রথম পর্যায়ে সফলদের এরপর দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট (সিবিট-।।।) পরীক্ষা হবে আগামী বছর ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে।
দ্বিতীয় পর্যায়ের সি.বি.টি টেস্টে ১২০ নম্বরের ১২০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে :
(১) জেনারেল অ্যাওয়ারনেস-
৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন,
(২) অঙ্ক - ৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন,
(৩) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং - ৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন।
সময় থাকবে ৯০ মিনিট।
নেগেটিভ মার্কিং আছে। ৩ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরিজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচী ও গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। ই-অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে। এই পদে দরখাস্তকারীর সংখ্যা ছিল ১ কোটি ২৬ লাখ।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন