রাজ্য বিদ্যুৎ সম্প্রসারণ কোম্পানি লিমিটেডে লোক নিয়োগ
পশ্চিমবঙ্গ সরকারের অধীন
সংস্থা
পশ্চিমবঙ্গ রাজ্য
বিদ্যুৎ সম্প্রসারণ কোম্পানি লিমিটেড (WBSETCL) 'জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) গ্ৰেড-।।' ও 'জুনিয়র এক্সিকিউটিভ (স্টোস)'
পদে
৪১৪
জন
লোক
নিচ্ছে। তারা
কোন
পদের
জন্য
যোগ্য
:
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-।। : পশ্চিমবঙ্গ রাজ্য
কারিগরি শিক্ষা
সংসদের
অনুমোদিত কোন
প্রতিষ্ঠান বা
কলেজ
থেকে
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩
বছরের
পুরো
সময়ের
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
আবেদন
করতে
পারেন।
মূল
মাইনে
: ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকা।
শূন্যপদ : ৪০০ টি
(জেনাঃ
১১৯,
জেনাঃ
ই.সি ৬২, জেনাঃ
প্রাঃসঃকঃ ১৬,
জেনাঃ
মেধাবী
খেলোয়াড় ৮,
জেনাঃ
প্রতিবন্ধী (এল.ভি) ৪, জেনাঃ
বধির
প্রতিবন্ধী ৪,
জেনাঃ
প্রতিবন্ধী (আই.ডি) ৪, ও.বি.সি-এ
ক্যাটেগরি ২৭, ও.বি.সি এ ক্যাটেগরি ই.সি ১২,
ও.বি.সি-বি
ক্যাটেগরি ২০, ও.বি.সি-বি ক্যাটেগরি ই.সি ৯,
তঃজাঃ
৫০,
তঃজাঃ
ই.সি ২৮, তঃজাঃ
প্রাঃসঃকঃ ৮,
তঃজাঃ
প্রতিবন্ধী (এল.ডি) ৪, তঃউঃজাঃ ১৭,
তঃউঃজাঃ ই.সি ৮।
জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর্স) : যে
কোন
শাখার
গ্র্যাজুয়েটরা লজিস্টিক্স, মেটেরিয়াল ম্যানেজমেন্ট লজিস্টিক্স অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন
ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন
ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স এর
পোস্ট
গ্রাজুয়েট ডিগ্ৰি
বা
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
যে
কোনো
শাখার
গ্রাজুয়েটরা লজিস্টিক্স, মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা
সাপ্লাই চেন
ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাবে
নিয়ে
বিজনেস
ম্যানেজমেন্ট এর
পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলেও
যোগ্য।
মূল
মাইনে
: ৩৭,৪০০-১,০৮,২০০ টাকা।
শূন্যপদ : ১৪ টি
(জেনাঃ
১,
জেনাঃ
প্রতিবন্ধী (এল.ভি) ১, ও.বি.সি-এ
ক্যাটেগরি ২, ও.বি.সি এ ক্যাটেগরি ই.সি ১,
ও.বি.সি বি
ক্যাটেগরি ই.সি ১,
তঃজাঃ
৪,
তঃজাঃ
ই.সি ২, তঃউঃজাঃ২।
ওপরের
সব
পদের
বেলায়
বয়স
হতে
হবে
১-১-২০২১ এর
হিসাবে
১৮
থেকে
৩২
বছরের
মধ্যে।
তপশিলিরা ৫
বছর,
ও.বি.সি রা
৩
বছর
ও
প্রতিবন্ধীরা ১০
বছর
বয়সে
ছাড়
পাবেন।
শুরুতে
১
বছরের
প্রবেশন।
প্রার্থী বাছাই
হবে
অনলাইন
পরীক্ষার মাধ্যমে। সফল
হলে
ভাইভা
টেস্ট।
সব
পরীক্ষায় হবে
কলকাতায়। ১০০
নম্বরের ৯০
মিনিটের পরীক্ষায় থাকবে
এই
সব
বিষয়
: সংশ্লিষ্ট বিষয়
৬০
নম্বর,
জেনারেল অ্যাপ্টিটিউড ২০
নম্বর,
ইংলিশ
টেস্ট
১৫
নম্বর,
বাংলা
টেস্ট
৫
নম্বর।
নেগেটিভ মার্কিং নেই।
সফল
হলে
২০
নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত করবেন
অনলাইনে, ৫
জানুয়ারি পর্যন্ত। এই
ওয়েবসাইটে : www.wbsetcl.in অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ
ই-মেল আই.ডি
থাকতে
হবে
আর
ফটো
সিগনেচার স্ক্যান করে
নিয়ে
যাবেন।
ফটো
ও
সিগনেচার ৫০
কে.বি.র মধ্যে
স্ক্যান করে
নেবেন।
তারপর
পরীক্ষা ফি
বাবদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) পদের
বেলায়
৩০০
টাকার
আর
জুনিয়ার এক্সিকিউটিভদের বেলায়
৪০০
টাকা
অনলাইনে দেবেন।
তপশিলি
প্রতিবন্ধীদের ফী
লাগবে
না।
অনলাইনে দরখাস্ত করার
পর
সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম
প্রিন্ট করে
নেবেন।
আরো
বিস্তারিত তথ্য
পাবেন
ওই
ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন