ক্লার্ক শিপের মেধা তালিকায় ৯,৬৯৩ জনের ভেরিফিকেশন শুরু
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের ক্লার্ক শিপ পার্ট-।। পরীক্ষায় সফল টাইপিং টেস্টের তালিকা প্রকাশিত হল। মোট শূন্যপদের ১.৪ গুন (১:১.৪) প্রার্থীর নাম ধরে ৯,৬৯৩ নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এইসব প্রার্থীদের প্রথমে টাইপিং টেস্ট এর জন্য ডকুমেন্টেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে।যাঁদের নাম ওই তালিকায় আছে তাঁদের নিচের এইসব প্রমাণপত্র গ্রুপ-এ অফিসার কে দিয়ে অ্যাটেস্টেড করে স্ক্যান করে আপলোড করতে হবে এই ওয়েবসাইটে :https://wbpsc.examsonline.co.in
যে সব প্রমাণপত্র আপলোড করতে হবে :
(১) সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ফটো,
(২) আধার কার্ড/ ভোটার কার্ড /পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স,
(৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
(৪) মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট,
(৫) কাস্ট সার্টিফিকেট,
(৬) ও.বি.সি দের বেলায় নন- ক্রিমিলেয়ার (এন.সি.এল) সার্টিফিকেট,
(৭) মেধাবী খেলোয়াড় প্রাঃসঃকঃ বেলায় উপযুক্ত সার্টিফিকেট,
(৮) প্রতিবন্ধী সার্টিফিকেট,
(৯) অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন ফর্ম (ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নেবেন)।
ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে এইসব স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে ৫ জানুয়ারির মধ্যে। কোন প্রার্থী ওইসব প্রমাণপত্র আপলোড না করলে তার প্রার্থীপদ বাতিল হবে। টাইপিং টেস্ট জানুয়ারির শেষ সপ্তাহ না হলে ফেব্রুয়ারীতে শুরু হবে।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের ক্লার্কশিপ পার্ট-।।পরীক্ষার প্রথম পর্যায়ের ফল বেরোয় এ বছর ২৪ সেপ্টেম্বর। ওই তালিকায় নাম ছিল ৬,৮৬২ জন প্রার্থীর। ফল বেরোনোর কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় পি.এস.সি সমালোচনার মুখে পড়ে ও প্রচুর প্রার্থী পি.এস.সি অফিসে ফোন করে ও ই-মেল করে অভিযোগ জানায়। তাঁদের অভিযোগ ছিল ভালো পরীক্ষা দেওয়ার সত্বেও তাঁদের নাম তালিকায় না থাকার জন্য ও শূন্যপদ অনুযায়ী তালিকা না বেরোনোর জন্য। পি.এস.সি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ওই তালিকা ওয়েবসাইট থেকে তুলে নেয় ও ওই তালিকা বাতিল ঘোষণা করে। পি.এস.সি তারপর রিভাইজড তালিকা বের করে ৩০ সেপ্টেম্বর। ওই তালিকায় নাম প্রকাশ করা হয় ৫৫,০৫৬ জন প্রার্থীর। এখন ওই তালিকা থেকে ৯,৬৯৩ জনের নামের তালিকা প্রকাশ করে ১৬ ডিসেম্বর।
প্রত্যেক প্রার্থীর পার্ট-। ও পার্ট-।। পেপারে পাওয়া নম্বর গড় করে র্যাঙ্ক অনুযায়ী তালিকা দেওয়া হয়েছে। যেসব প্রার্থীর গড় নম্বর একই, তাঁদের ক্ষেত্রে পার্ট -।। তে পাওয়া নম্বর, পার্ট-।। এর ইংরেজি বিষয়ে পাওয়ার নম্বর ও বয়সের সিনিয়রিটি দেখে টাইপিং টেস্ট এ ডাকা হবে।
মোট শূন্যপদ আছে : ৭,২২৭ টি। এর মধ্যে জেনারেল ২,৯৭১ টি, তঃজাঃ ১৪০৬ টি, তঃউঃজাঃ ৪৩০ টি, ও.বি.সি-এ ক্যাটেগরি ৭১৬ টি, ও.বি.সি-বি ক্যাটেগরি ৫০৫, প্রতিবন্ধী (এল.ভি)-১২০, প্রতিবন্ধী (এল.ডি.সি.পি)-৮৯ টি, প্রতিবন্ধী (বধির)-১০৯, মেধাবী খেলোয়াড়-১৮৬, তঃজাঃ (এল.ডি.সি.পি)- ৬০ টি, প্রাঃসঃকঃ ৪৭৬ টি, প্রাঃসঃকঃ (তঃজাঃ)- ১৫৯ টি।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন