মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ভর্তি চলছে
বর্তমানে বাংলা ও ভারত এর ক্রমান্বয়ে বেড়ে চলেছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা। আর সরকারি ও বেসরকারি ক্ষেত্রেই প্রয়োজন হাজার হাজার সুদক্ষ টেকনিশিয়ানের।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
যে কোন শাখায় 12th পাশ ছাত্রছাত্রীরা শ্রেষ্ঠ শিক্ষক মন্ডলী, অত্যাধুনিক ল্যাবরেটরি, লাইভ হাসপাতাল ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও সম্পূর্ণ প্লেসমেন্ট সাপোর্ট ও সুবিধা সহ D.M.L.T সুনিশ্চিত কেরিয়ারের এর জন্য ভর্তি হতে পারে ।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) এর CCPTR এবং গুরুকুল যৌথ উদ্যোগে কর্মসংস্থানমুখী উপরের ২ টি কোর্সে সীমিত আসনে ভর্তির জন্য এখনি যোগাযোগ করুন। গুরুকুল এডুটেক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ঠিকানা : উলুবেড়িয়া, হাওড়া।
ফোন : ৭০৫৯৯১৮১৮৬, ৯৮০৪৭২০৪২৫, ৯০৫১৩৫২৩৩৭।
ওয়েবসাইট : www.gurukulinstitute.org.in
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন