পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোক নিয়োগ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হুগলি, মালদা, উত্তর দিনাজপুর ও পূর্ব মেদিনীপুর জেলা সার্কেল 'পার্ট টাইম সুইপার' পদে ১২৩ জন লোক নিচ্ছে। কারা কোন সার্কেলে আবেদনের যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সব সার্কেলের ক্ষেত্রেই আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ১-৭-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
প্রার্থী দের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
মূল মাইনে : ৪,৫০০-২৮,১৪৫ টাকা।
এছাড়াও অন্যান্য ভাতা পাবেন।
শূন্যপদ : ৩৬ টি। এর মধ্যে মালদায় ১৬ টি (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ও.বি.সি ২, ই.ডব্লু.এস ২)। এর মধ্যে বধির প্রতিবন্ধী ১। উত্তর দিনাজপুর ২ টি (জেনাঃ ১, ও.বি.সি ১)। দক্ষিণ দিনাজপুর জেলায় ৬ টি (জেনাঃ ১, তঃজাঃ ১, ও.বি.সি ১)। হুগলি ১৫ টি (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩, ই.ডব্লু.এস ২)। পূর্ব মেদিনীপুর ৪৮ টি (জেনাঃ ২১, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ২, ও.বি.সি ১০, ই.ডব্লু.এস ৪)। এর মধ্যে অস্থি প্রতিবন্ধী ১, দৃষ্টিহীন প্রতিবন্ধী ১।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নিচের বয়ানে। এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.pnbindia.in তখন সঙ্গে দেবেন : (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটর প্রমাণপত্রের প্রত্যয়িত নকল,
(২) স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
(৩) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল (যদি থাকে),
(৪) প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল,
(৫) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তের নিদিষ্ট জায়গায় সেঁটে)। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'Application for the post of PTS at Punjab National
Bank-........... Circle-A; Cat...........(UR/SC/OBC/EWS) দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। হুগলি সার্কেলের বেলায় পৌঁছনো চাই ১৪ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায় : Deputy Circle Head Support (Chief Manager),
HR Department, punjab National Bank, Circle Office Hooghly, 24 A, Roy M.C.
Laheri Bahadur street, Srirampur, pin -712201.
মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সার্কেলের বেলায় পৌঁছনো চাই ১৫ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায় : Deputy Circle
Head-Support (Chief Manager), HR Department, Punjab National Bank, Circle
Office Maida, Nazrul Sarani, Near English bazar PS. 2nd Floor,
Malda-732101.
পূর্ব মেদিনীপুর সার্কেলের বেলায় পৌঁছনো চাই ২৪ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায় : The Chief Manager
(HRD), Punjab National Bank, Circle Office Purba Medinipur, Hitech Plaza,
Padumbasan, Tamluk-721636.
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন