পড়তে পড়তে আয়ের সুযোগ করে দিচ্ছে ফিজিওথেরাপি কোর্স
ফিজিওথেরাপি কী ? জানি সবাই। কিন্তু হঠাৎ জিজ্ঞাসা করলে উত্তর দিতে সময় লাগবে। কিন্তু যদি বলি, যেকোনো খেলার মধ্যে খেলোয়াড়ের হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা হলে, মাঠের মধ্যে সবার আগে যিনি পৌঁছে যান ― তিনিই ফিজিওথেরাপিস্ট।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এবার আশা করি সবাই বুঝতে পারছেন এই কোর্সের গুরুত্ব। অর্থাৎ, এককথায় যথেষ্ট গ্ল্যামারাস প্রফেশন। একবার সঠিক জায়গা থেকে কোর্স করতে পারলে, শুধুমাত্র মোটা আয়েরই সুযোগ নয়, কেরিয়ার একেবারে অন্য লেভেলে পৌঁছে যাবে। এজন্য কী দরকার ? আর কোনো জায়গা থেকে পড়লে ফিজিওথেরাপিস্ট হিসাবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন ? উত্তরে রাজ্যের স্বনামধন্য ফিজিওথেরাপির প্রতিষ্ঠান ব্যারাকপুর কলেজ অফ এডুকেশনের কর্ণধার প্রফেসর ড.পি চক্রবর্তী জানালেন 'দেখুন সবচেয়ে আগে যা দরকার তা হল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কোর্স পড়ায়। কারণ, এই কয়েক পড়ানোর কোনো প্রতিষ্ঠান ছিল না। পড়তে চাইলে যেতে হত বাইরের রাজ্য। কিন্তু এখন সেই সমস্যা মিটেছে। এখষ এখানেই এই কোর্স পড়ানো হচ্ছে। খালি মাথায় রাখতে হবে, কোর্সের কারিকুলাম যেন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয় আর যাঁরা পড়াচ্ছেন তাঁরা যেন এই ইন্ডাস্ট্রি থেকেই হয়'। এই কোর্স করে কীভাবে পড়তে পড়তেই আয় করবেন তা জানতে সরাসরি উপদেশ নিতে পারেন বি.সি.ই কলেজের এই নম্বরে ফোন করে : ৮৫৮২৯৩৩১৫০, ৯৮৩০৬১৯১৯৪।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন