আই.সি.এ আর ইন্ডিয়ান অ্যাগ্ৰিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে লোক নিয়োগ
আই.সি.এ আর ইন্ডিয়ান অ্যাগ্ৰিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সারা ভারতের বিভিন্ন রিজিওন্যাল অফিসে কাজের জন্য 'টেকনিশিয়ান (T-1)' পদে ৬৪১ জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বয়স : বয়স হতে হবে;১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে : ২১,৭০০ টাকা।
শূন্যপদ : ৬৪১ টি (জেনাঃ ২৮৬, ও.বি.সি ১৩৩, সি.ডব্লু.এস ৬১, তঃজাঃ ৯৩, তঃউঃজাঃ ৬৮)।
শূন্যপদের সংখ্যা প্রয়োজনে বদল হতে পারে।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১০০ নম্বরের দেড় ঘন্টার পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে :
(১) জেনারেল নলেজ - ২৫ নম্বর,
(২) অঙ্ক - ২৫ নম্বর,
(৩) সায়েন্স - ২৫ নম্বর,
(৪) সোশ্যাল সায়েন্স ২৫ নম্বর।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.iari.res.in এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। তখন পরীক্ষা ফী বাবদ নিদিষ্ট টাকা দেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন