ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি শুরু
বর্তমান চাকরি পাওয়ার উল্লেখযোগ্য একটি পেশাগত কোর্স ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং। সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি পেতে যুবক ও যুবতীরা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি বিভাগের অধীনে
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
(১) অ্যাডভান্স ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট,
(২) অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি কোর্সটি করে নিতে পারেন।
কোর্সটি যথাক্রমে দেড় বছর ও এক বছর মেয়াদি পড়ানো হয়। কোর্স গুলির শেষে চাকরি পেতে সুবিধা হয়। যে কোনো বিভাগের স্নাতক অথবা বি.এসসি অথবা ডিপ্লোমা (৩ বছর) পাশ থাকলে ছেলেমেয়েরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। ক্লাসগুলি অফলাইন, অনলাইন, দিন-রাতে নির্ধারিত সময়ে এবং ছুটির দিনে করার সুবিধা আছে। যে কোনো কর্মহীন অথবা অন্যান্য পেশায় কর্মরত ব্যাক্তিরাও এই কোর্স গুলি করতে পারেন। এই প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাসের ব্যবস্থা, ফ্রি কম্পিউটার প্র্যাকটিস, স্পেশাল টিচিং, কোম্পানি পরিদর্শন, স্পোকেন ইংলিশ ও গ্ৰুমিং, হস্টেল ফেসিলিটি, ফ্রি স্টাডি মেটেরিয়ালস, লাইব্রেরি ফেসিলিটি, মক টেস্ট, জাতীয় ও আন্তজার্তিক সেমিনারের অভিজ্ঞতা, ফায়ার স্টেশনের পরিদর্শন, পুড়ে যাওয়া রোগীর চিকিৎসার ট্রেনিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পড়াশোনার ট্যুর। ভর্তির জন্য ও অন্যান্য বিষয়ে জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে - ০৩২২৪ ২৮৪৫৪৮ / ৯৯৩২০২৫৫৪৮ / ৯৪৭৫৪৪০৪৯৭. ওয়েবসাইট : www.ifse.in
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন