মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি টেকনোলজিতে ভর্তি নিচ্ছে
ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এ
অ্যান্ড টেকনোলজি পশ্চিমবঙ্গ সরকারের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি টেকনোলজি (ম্যাকাউন্ট) স্বীকৃত ৬ টি কর্মমুখী পেশাদার কোর্সে ভর্তি নিচ্ছে। এইসব কোর্স হল ―
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
(১) ফিজিওথেরাপি টেকনোলজি,
(২) আই (ভিশন) টেকনিশিয়ান,
(৩)হেলথ কেয়ার টেকনোলজি ম্যানেজমেন্ট (৪)অ্যানিম্যাল ফার্ম টেকনোলজি ম্যানেজমেন্ট, (৫)ফ্যাশন ডিজাইন টেকনোলজি ম্যানেজমেন্ট,
(৬)ন্যাচারোপ্যাথি,
যোগা, ওয়েলনেস ম্যানেজমেন্ট।
উচ্চ মাধ্যমিক বা সমতুল কোর্স পাশরা ভর্তির জন্য আবেদন করতে পারেন। সব কোর্সের মেয়াদ ২ বছর (এর মধ্যে আছে থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট ও কমিউনিটি ট্রেনিং)। পি আই এম টি র অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার দে জানান, শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য সব কোর্সের সঙ্গে শেখানো হবে কম্পিউটার ও কমিউনিকেটিভ ইংলিশ। ডিগ্ৰি কোর্স পড়ার পাশাপাশি ওই একই বছরে এইসব কোর্স করতে পারবেন। সব কোর্সে সফল হওয়ার পর চাকরির সুযোগ রয়েছে। তবে, আমাদের মূল লক্ষ্য প্রার্থীদের স্বনির্ভরতায় সাহায্য করা। যার মাধ্যমে আরও বেশি কাজের সুযোগ তৈরি হবে। সারা বাংলার ছেলে মেয়েদের কাজের দিশা দেখাতে আমরা কাজ করে চলেছি।
ওপরের সব কোর্স পড়ানো হবে এইসব স্টাডি সেন্টারে : বালিগঞ্জ, মানিকতলা, লেকটাউন, বারাকপুর, খাতরা বাঁকুড়া, কল্যাণী-নদীয়া, দুর্গাপুর, সোনারপুর-রাজপুর, বনগাঁ। অনলাইনে/ অফলাইনে ভর্তি চলছে। আগে আসার ভিত্তিতে ওপরের সব কোর্সে ভর্তি নেওয়া হবে। যোগাযোগ করতে হবে এই নম্বরে : ৯৩৩১২৫৬৯৩৪/ ৯৮৩০২১৬০৫৬, অথবা ওয়েবসাইট : www.pimtonline.in, ই-মেল : pimtonline@gmail.com
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন