রেলে গ্ৰুপ-ডি পদের পরীক্ষা শুরু
ভারতীয় রেলের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্ৰুপ-ডি পদের (বিজ্ঞপ্তি নং আর.আর.সি ০১/২০১৯-লেভেল-।)' এর কম্পিউটার বেসড টেস্ট (সিবিট) শুরু হবে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
বিভিন্ন ফেজে এই পরীক্ষা নেওয়া হবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে। প্রায় ৫-৬ মাধ ধরে এই পরীক্ষা নেওয়া হবে।
ই-অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন পরীক্ষার ৪ দিন আগে থেকে। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব-মধ্য রেল, উত্তর-মধ্য রেল, উত্তর-পশ্চিম রেল, পূর্ব-উপকূল রেল, পশ্চিম মধ্য রেল, দক্ষিণ রেল ও ইন্টিগ্যাল কোচ ফ্যাক্টরি, দক্ষিণ-পূর্ব মধ্য রেল সহ সারা ভারতের ১৬ টি রেলে ১৪ টি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্ৰুপ-ডি পদে ১,০৩,৭৬৯ টি শূন্যপদের
জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল ২০১৯ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ। করোনা পরিস্থিতির জন্য এই পরীক্ষা নিতে পারেনি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। সারা ভারতে এই পদে দরখাস্ত জমা পড়েছিল ১ কোটি ১৫ লাখ। এর মধ্যে ফটো ও সিগনেচার আপলোড সংক্রান্ত করণে ৪,৮৫,৬০৭ জনের যে দরখাস্ত বাতিল হয়েছিল, তাঁদের নতুন করে ফটো ও সিগনেচার আপলোড করার সুযোগ দিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। ফটো ও সিগনেচার সংক্রান্ত কারণে যাদের দরখাস্ত বাতিল হয়েছে, তাঁরা ২৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নিদিষ্ট লিঙ্কে গিয়ে নতুন করে ফটো ও সিগনেচার আপলোড করতে পারবেন।
কম্পিউটার বেসড টেস্ট ১০০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে :
(১) জেনারেল সায়েন্স- ২৫ নম্বর,
(২) অঙ্ক- ২৫ নম্বর,
(৩) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং - ৩০ নম্বর,
(৪) জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স-
২০ নম্বর।
সময় থাকবে দেড় ঘন্টা। কলকাতা, রাঁচী, গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট সেলের বেলায় প্রশ্ন হবে বাংলায়। নেগেটিভ মার্কিং আছে। ৩ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। এই পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর ধারাবাহিক ভাবে 'সাফল্য' পত্রিকায় দেওয়া হচ্ছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন