ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে লোক নিয়োগ
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড 'ল্যাবরেটরি টেকনিশিয়ান', 'ফার্মাসিস্ট', 'আপার ডিভিশন ক্লার্ক', 'মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান' ও 'লাইব্রেরিয়ান' পদে ৭৯ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
স্টোরকীপার-কাম ক্লার্ক : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন। স্টোরের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেটেরিয়াল ম্যানেজমেন্টর পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৩,১০০ টাকা।
শূন্যপদ : ৩ টি।
আপার ডিভিশন ক্লার্ক/ ডাটা এন্ট্রি অপারেটর : উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য।
বয়স : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৪,৮০০ টাকা।
শূন্যপদ : ২৬ টি।
ফার্মাসিস্ট : ফার্মাসিস্ট ডিপ্লোমা কোর্স পাশরা ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। ফার্মাসির ডিগ্ৰি কোর্স পাশ হলে ও ডিসপেন্সিং / স্টোরেজ সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৬,১০০ টাকা।
মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল রেকর্ডের ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। কোনো হাসপাতাল বা মেডিক্যাল ইনস্টিটিউট মেডিক্যাল রেকর্ড সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৪,৮০০ টাকা।
ল্যাবরেটরি টেকনিশিয়ান : সায়েন্স শাখার ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য। সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিক্সের ডিপ্লোমা কোর্স পাশ হলে আর মেডিক্যাল ল্যাবরেটরির কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ২৬,১০০ টাকা।
শূন্যপদ : ৩৩ টি।
লাইব্রেরিয়ান গ্ৰেড-।।। : সায়েন্স শাখার ডিগ্ৰি কোর্স পাশ লাইব্রেরি সায়েন্সের ডিগ্ৰি কোর্স পাশ হলে যোগ্য। বুক্স, পিরিয়ডিক্যালস, ডকুমেন্টেশন, মেডিক্যাল লাইব্রেরি ইত্যাদি সংক্রান্ত কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৪৩,৯০০ টাকা।
শূন্যপদ : ৩ টি।
ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-১২-২০২১ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.becil.com, https://becilregistration.con এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৭৫০ (তপশিলী, প্রতিবন্ধী, ই.ডব্লু.এস হলে ৪৫০) টাকা অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন