নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে লোক নিয়োগ
নিউক্লিয়ার পাওয়ার
কর্পোরেশন অফ
ইন্ডিয়া লিমিটেডের নারোরা
অ্যাটমিক পাওয়ার
স্টেশন
'স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/সায়েন্টিফ অ্যাসিস্ট্যান্ট', 'স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
(মেন্টেনার)', 'অ্যাসিস্ট্যান্ট
গ্ৰেড-।', 'স্টেনো গ্ৰেড-।' পদে ৭০
জন
ছেলেমেয়ে নিচ্ছে। কারা
কোন
পদের
জন্য
যোগ্য
:
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
ক্যাটেগরি -। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল) : মোট
অন্তত
৬০%
নম্বর
পেয়ে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩
বছরের
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
উচ্চমাধ্যমিক পাশরা
মোট
অন্তত
৬০%
নম্বর
পেয়ে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২
বছরের
ডিপ্লোমা কোর্স
পাল
হলে
যোগ্য।
বয়স
: বয়স
হতে
হবে
১৮
থেকে
২৫
বছরের
মধ্যে।
স্টাইপেন্ড : প্রথম
বছর
মাসে
১৬,০০০ টাকা ও
দ্বিতীয় বছর
মাসে
১৮,০০০ টাকা। সফল
হলে
মূল
মাইনে
৩৫,৪০০ টাকা।
শূন্যপদ : ৫ টি
(জেনাঃ
৩,
ও.বি.সি ১,
ব্যাকলগ প্রতিবন্ধী ১)।
ক্যাটেগরি-। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
(ইলেক্ট্রিক্যাল) : মোট
অন্তত
৬০%
নম্বর
পেয়ে
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৩
বছরের
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
উচ্চমাধ্যমিক পাশরা
মোট
অন্তত
৬০%
নম্বর
পেয়ে
ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ২
বছরের
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
বয়স
: বয়স
হতে
হবে
১৮
থেকে
২৫
বছরের
মধ্যে।
স্টাইপেন্ড : প্রথম
বছর
মাসে
১৬,০০০ টাকা টাকা
ও
দ্বিতীয় বছর
মাসে
১৮,০০০ টাকা। সফল
হলে
মূল
মাইনে
৩৫,৪০০ টাকা।
শূন্যপদ : ২ টি
(জেনাঃ
১,
তঃউঃজাঃ ১)।
ক্যাটেগরি-। স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
(ইলেক্ট্রনিক্স) : মোট
অন্তত
৬০%
নম্বর
পেয়ে
ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়েথ ৩
বছরের
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
উচ্চমাধ্যমিক পাশরা
মোট
অন্তত
৬০%
নম্বর
পেয়ে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২
বছরের
ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
বয়স
: বয়স
হতে
হবে
১৮
থেকে
২৫
বছরের
মধ্যে।
স্টাইপেন্ড : প্রথম
বছর
মাসে
১৬,০০০ টাকা টাকা
ও
দ্বিতীয় বছর
মাসে
১৮,০০০ টাকা। সফল
হলে
মূল
মাইনে
৩৫,৪০০ টাকা।
শূন্যপদ : ২ টি
(জেনাঃ
১,
প্রতিবন্ধী ১)।
ক্যাটেগরি -।। : স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
(এস.টি/টি.এম)-মেন্টেনার : (ইলেক্ট্রিশিয়ান/ফিটার) : অঙ্ক ও
বিজ্ঞান বিষয়
নিয়ে
মাধ্যমিক পাশরা
মোট
অন্তত
৫০%
নম্বর
পেয়ে
থাকলে
আর
আই.টি.আই থেকে
ইলেক্ট্রিশিয়ান বা
ফিটার
ট্রেডের জন্য
যোগ্য।
১
বছরের
আই.টি.আই কোর্স
পাশরা
সংশ্লিষ্ট কাজে
অন্তত
১
বছরের
অভিজ্ঞতা থাকতে
হবে।
বয়স
: বয়স
হতে
হবে
১৮
থেকে
২৪
বছরের
মধ্যে।
স্টাইপেন্ড : প্রথম
বছর
মাসে
১০,৫০০ টাকা ও
দ্বিতীয় বছর
মাসে
১২,৫০০ টাকা। সফল
হলে
মূল
মাইনে
২১,৭০০ টাকা।
শূন্যপদ : ইলেক্ট্রিশিয়ান ৮
টি
(জেনাঃ
৪,
ই.ডব্লু.এস ১,
ও.বি.সি ২,
তঃজাঃ
১)। ফিটার ১৪
টি
(জেনাঃ
৭,
ই.ডব্লু.এস ১,
ও.বি.সি ৩,
তঃজাঃ
২,
ব্যাকলগ প্রতিবন্ধী ১)।
ক্যাটেগরি -।। : স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
/টেকনিশিয়ান (এস.টি/টি.এম)
অপারেটর : অঙ্ক
ও
বিজ্ঞান বিষয়
নিয়ে
মাধ্যমিক পাশরা
মোট
অন্তত
৫০%
নম্বর
পেয়ে
থাকলে
যোগ্য।
মাধ্যমিক ইংরেজি অন্যতম বিষয় থাকতে
হবে।
বয়স
: বয়স
হতে
হবে
১৮
থেকে
২৪
বছরের
মধ্যে।
স্টাইপেন্ড : প্রথম
বছর
মাসে
১০,৫০০ টাকা ও
দ্বিতীয় বছর
মাসে
১২,৫০০ টাকা। সফল
হলে
মূল
মাইনে
২১,৭০০ টাকা।
শূন্যপদ : ১৭ টি
(জেনাঃ
৮,
ই.ডব্লু.এস ১,
ও.বি.সি ৪,
তঃজাঃ
৩,
ব্যাকলগ প্রতিবন্ধী ১)।
অ্যাসিস্ট্যান্ট
গ্ৰেড
-। (সি অ্যান্ড এম.এম) : মোট অন্তত
৫০%
নম্বর
পেয়ে
যে
কোনো
শাখার
গ্ৰ্যাজুয়েটরা যোগ্য। ইংরিজি টাইপিংয়ে মিনিটে
অন্তত
৩০
টি
শব্দ
তোলার
গতি
থাকতে
হবে।
কম্পিউটার ওয়ার্ড,
এক্সেল,
পাওয়ার
পয়েন্টের কাজে
দক্ষতা
থাকতে
হবে।
বয়স
: বয়স
হতে
হবে
২১
থেকে
২৮
বছরের
মধ্যে।
মাইনে
: ২৫,৫০০ টাকা।
শূন্যপদ : ২ টি
(জেনাঃ
১,
ও.বি.সি ১)।
অ্যাসিস্ট্যান্ট
গ্রেড-। (এইচ.আর)
: মোট
অন্তত
৫০%
নম্বর
পেয়ে
যে
কোনো
শাখার
গ্ৰ্যাজুয়েটরা যোগ্য। ইংরিজি টাইপিংয়ে মিনিটে
অন্তত
৩০
টি
শব্দ
তোলার
গতি
থাকতে
হবে।
কম্পিউটার ওয়ার্ড,
এক্সেল,
পাওয়ার
পয়েন্টের কাজে
দক্ষতা
থাকতে
হবে।
বয়স
: বয়স
হতে
হবে
২১
থেকে
২৮
বছরের
মধ্যে।
মাইনে
: ২৫,৫০০ টাকা।
শূন্যপদ : ৪ টি
(জেনাঃ
২,
ও.বি.সি ১,
তঃজাঃ
১)।
অ্যাসিস্ট্যান্ট
গ্ৰেড-। (এফ.অ্যান্ড এ)
: মোট
অন্তত
৫০%
নম্বর
পেয়ে
যে
কোনো
শাখার
গ্ৰ্যাজুয়েটরা যোগ্য। ইংরিজি টাইপিংয়ে মিনিটে
অন্তত
৩০
টি
শব্দ
তোলার
গতি
থাকতে
হবে।
কম্পিউটার ওয়ার্ড,
এক্সেল,
পাওয়ার
পয়েন্টের কাজে
দক্ষতা
থাকতে
হবে।
বয়স
: বয়স
হতে
হবে
২১
থেকে
২৮
বছরের
মধ্যে।
মাইনে
: ২৫,৫০০ টাকা।
শূন্যপদ : ১ টি
(জেনাঃ)।
স্টেনো
গ্ৰেড
-। : মোট অন্তত
৫০%
নম্বর
পেয়ে
যে
কোনো
শাখার
গ্ৰ্যাজুয়েটরা যোগ্য। ইংরিজি টাইপিংয়ে মিনিটে
অন্তত
যথাক্রমে ৪০ টি
ও
৮০
টি
শব্দ
তোলার
গতি
থাকতে
হবে।
বয়স
: বয়স
হতে
হবে
২১
থেকে
২৮
বছরের
মধ্যে।
মাইনে
: ২৫,৫০০ টাকা।
শূন্যপদ : ২ টি
(জেনাঃ
১,
তঃজাঃ
১)।
নার্স-এ : উচ্চমাধ্যমিক পাশরা
জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্স
পাশ
হলে
যোগ্য।
বি.এসসি নার্সিং কোর্স
পাশরাও
যোগ্য।
বয়স
: বয়স
হতে
হবে
১৮
থেকে
৩০
বছরের
মধ্যে।
মূল
মাইনে
: ৪৪,৯০০ টাকা।
শূন্যপদ : ৩ টি
(জেনাঃ
২,
ও.বি.সি ১)।
ওপরের
সব
পদের
বেলায়
বয়স
হতে
হবে
২৭-১২-২০২১ এর
হিসাবে। তপশিলীরা ৫
বছর,
ও.বি.সি রা
৩
বছর
বয়সে
ছাড়
পাবেন।
প্রার্থী বাছাই
হবে
প্রিলিমিনারি টেস্ট
ও
অ্যাডভান্সড টেস্টের মাধ্যমে। টেকনিশিয়ান-বি,
ক্যাটেগরি ।। :স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
পদের
বেলায়
প্রার্থী বাছাই
হবে
প্রিলিমিনারি টেস্ট,
অ্যাডভান্সড টেস্টের মাধ্যমে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-বি ও ক্যাটেগরি ।: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি
/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
পদের
বেলায়
লিখিত
পরীক্ষা ও
ইন্টারভিউ হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় ১
ঘন্টার
৫০
টি
প্রশ্ন
হবে
এইসব
বিষয়ে
: অঙ্ক-
২০
টি
প্রশ্ন,
বিজ্ঞান - ২০
টি
প্রশ্ন,
জেনারেল অ্যাওয়ারনেস - ১০
টি
প্রশ্ন। অ্যাডভান্সড টেস্টে
২
ঘন্টার
৫০
টি
মাল্টিপল চয়েজ
টাইপের
প্রশ্ন
হবে
সংশ্লিষ্ট পদের
ওপর।
প্রতিটি প্রশ্নে থাকবে
৩
নম্বর।
প্রতিটি প্রশ্নের ভুল
উত্তরের জন্য
প্রাপ্ত নম্বর
থেকে
১
নম্বর
কাটা
হবে।
দরখাস্ত করবেন
অনলাইনে, ২৭
ডিসেম্বরের মধ্যে।
এই
ওয়েবসাইটে : www.npcilcareers.co.in এজন্য বৈধ একটি
ই-মেল আই.ডি
থাকতে
হবে।
এছাড়াও
পাশপোর্ট মাপের
রঙিন
ফটো
ও
সিগনেচার জে.পি.জি ফর্ম্যাটে স্ক্যান
করে
নেবেন।
এবার
ওই
ওয়েবসাইটে গিয়ে
যাবতীয়
তথ্য
দিয়ে
সাবমিট
করলেই
নাম
রেজিস্ট্রেশন হয়ে
যাবে।
তখন
সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম
প্রিন্ট করে
নেবেন।
আরো
বিস্তারিত তথ্য
পাবেন
ওই
ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন