16 ই নভেম্বর খুলছে রাজ্যের স্কুল ॥ জানুন বিস্তারিত
16 ই নভেম্বর খুলছে রাজ্যের স্কুল । করোনা বিধি মেনেই ক্লাস হবে জানিয়ে দিলো হাইকোর্ট । রাজ্য সরকারের পূর্বঘোষণা মতো 16ই নভেম্বর স্কুল খুলতে আর কোন বাধা রইলো না ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
তবে স্কুল খুললে করোনা বিধি মেনে ক্লাস হবে। স্কুল খোলা নিয়ে যে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী সেই জনস্বার্থ মামলার শুনানি হলো বিচারপতি প্রকাশক শ্রীবাস্তব ও রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে ।
প্রধান বিচারপতি প্রকাশক শ্রীবাস্তব ও রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দীর্ঘক্ষণ স্কুল রিওপেনিং সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানি শেষে জানিয়েদিল 16ই নভেম্বর খুলছে স্কুল । স্কুল খোলা নিয়ে আর কোনো আইনি বাধা নেই ।
হাইকোর্ট কোনরকম হস্তক্ষেপ করল না । রাজ্য সরকার যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতোই 16 ই নভেম্বর রাজ্যে খুলছে স্কুল । নবম ,দশম ,একাদশ ও দ্বাদশ এই চার শ্রেণীর পঠন-পাঠন শুরু হবে।
তবে একটা জায়গা হাইকোর্ট নিশ্চিত করে দিয়েছে কোনো অভিভাবক কোন পড়ুয়া কোন শিক্ষক শিক্ষিকা বা স্কুলের কর্মচারী তারা যদি এই নির্দেশিকায় কোন অসুবিধায় পড়েন বা কোনো সমস্যায় পড়েন তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে পারবেন । এবং এই লিখিত আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিচার বিবেচনা করবেন । অর্থাৎ 16 ই নভেম্বর রাজ্য সরকার স্কুল খোলার যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে 16ই নভেম্বর স্কুল খোলা হবে । এতে কোনো বাধা নেই । তবে এইভাবে স্কুল খোলার পর কেউ যদি ভুক্তভোগী হয় সেটা পড়ুয়া হতে পারে শিক্ষক-শিক্ষিকা বা কর্মচারী হতে পারেন তাহলে তারা লিখিত আবেদন রাখবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে । আর এই আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন। সব মিলিয়ে 16 ই নভেম্বর রাজ্য স্কুল খুলছে ।
স্কুল খুলতে আর কোনো বাধা নেই । তার উপর প্রায় সব রাজ্যে স্কুল খুলে গেছে। স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে । 5 ঘণ্টা 50 মিনিটে বিদ্যালয়ের পঠন পাঠনের সময়সীমা আছে তার উপর অতিরিক্ত 10 মিনিট রাজ্য সরকার যোগ করেছে প্রতিদিন কোভিড লার্নিং দেওয়া হবে। অর্থাৎ নবম, দশম , একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে আসবেন তাদের প্রতিদিন কোভিড সংক্রান্ত শিক্ষা বা বিষয়ে বলা হবে । যাতে তারা নিজেদের বাড়িতে বা পাড়ায় গিয়ে মানুষকে সচেতন করতে পারেন।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন