ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নিয়োগ
বিশাখাপত্তনম ন্যাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি মেকানিক ওয়েল্ডার, কার্পেন্টার, ফাউন্ড্রিম্যান, মেকানিক (ডিজেল),
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
শীট মেটাল ওয়ার্কার ও পাইপ ফিটার ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে ২৭৫ জন লোক নিচ্ছে। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা মোট অন্তত ৬৫% নম্বর পেয়ে আই.টি.আই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারেন। তবে ইলেক্ট্রনিক মেকানিক ও মেকানিক (রেডিও অ্যান্ড টি.ভি) ট্রেডের প্রার্থীরা 'ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডের জন্য দরখাস্ত করতে পারবেন।
জন্ম- তারিখ হতে হতে হবে জেনারেল প্রার্থীদের বেলায় ১-৪-২০০১ থেকে ১-৪-২০০৮ এর মধ্যে। তপশিলীদের বেলায় ১-৪-১৯৯৬ থেকে ১-৪-২০০৮ এর মধ্যে। সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ১-৪-২০২২ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। ট্রেনিং শুরু ১ এপ্রিল।
কোন কোন পদে কটি শূন্যপদ : ইলেক্ট্রিশিয়ান : ২২ টি (জেনাঃ ৯, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২)। ইলেক্ট্রনিক্স মেকানিক : ৩৬ টি (জেনাঃ ১৫, ই.ডব্লু.এস ৪, ও.বি.সি ১০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২)। ফিটার : ৩৫ টি (জেনাঃ ১৫, ই.ডব্লু.এস ৪, ও.বি.সি ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২)। ইন্সট্রুমেন্ট মেকানিক : ১৫ টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। মেশিনিস্ট : ১২ টি (জেনাঃ ৫, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। পেইন্টার (জেনারেল) : ১০ টি (জেনাঃ ৪, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি মেকানিক : ১৯ টি (জেনাঃ ৮, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)। ওয়েল্ডার (জি অ্যান্ড ই) : ১৬ টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। কার্পেন্টার : ২৭ টি (জেনাঃ ১১, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)। ফাউন্ড্রিম্যান : ৭ টি (জেনাঃ ৩, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ২, তঃজাঃ ১)। মেকানিক ডিজেল : ২০ টি (জেনাঃ ৮, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)। শীট মেটাল ওয়ার্কার : ৩৪ টি (জেনাঃ ১৫, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২)। পাইপ ফিটার : ২২ টি (জেনাঃ ৯, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২)।
শিক্ষগত যোগ্যতায় পাওয়া নম্বর বা উচ্চশিক্ষাগত যোগ্যতা দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা হবে ২৭ জানুয়ারি। ইন্টারভিউ হবে ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানি ট্রেডের বেলায় ৩১ জানুয়ারি, পেইন্টার, ওয়েন্ডার, কার্পেন্টার, শীট মেটাল ওয়ার্কার ট্রেডের বেলায় ১ ফেব্রুয়ারি, ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি মেকানিক, মেকানিক ডিজেল ২ ফেব্রুয়ারি, মেশিনিস্ট, ফাউন্ড্রিম্যান ও পাইপ ফিটার ট্রেডের বেলায় ৩ ফেব্রুয়ারি। ডাক্তারি পরীক্ষা হবে ৭-১৫ ফেব্রুয়ারি।
প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে অনলাইনে দরখাস্ত করবেন, ৫ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.apprenticeshipindia.org এরপর যাবতীয় প্রমাণপত্র নিয়ে সাবমিট করার পর ইউজার আই.ডি পাবেন। তারপর ওই ওয়েবসাইটে গিয়ে পুনরায় লগ-ইন করে প্রোফাইল ডাইনলোড করে প্রিন্ট করে নেবেন। তারপর ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে। তখন সঙ্গে দেবেন : (ক) দু কপি হল টিকিট প্রিন্ট করে (প্রতিটিতে পাশপোর্ট মাপের রঙিন ফটো সাটিফিকেট), (খ) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, আধার কার্ডের স্ব-প্রত্যয়িত নকল, (গ) নিজের নাম ঠিকানা লেখা ও ১০ টাকার ডাকটিকিট সাঁটা ২২×১০ সেমি মাপের একটি খাম।
দরখাস্ত পৌঁছনো চাই ১৪ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায় : The Officer In -Charge (for Apprenticeship), Naval Dockyard
Apprentices School, VM Naval Base S.O, R.O Visakhapatnam - 530 0144, Andhra
Pradesh.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন