জাতীয় স্বাস্থ্য মিশন 'কমিউনিটি হেলথ অফিসার' পদে লোক নিয়োগ
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন জাতীয় স্বাস্থ্য মিশন 'কমিউনিটি হেলথ অফিসার' পদে ১,৫০০ জন ছেলেমেয়ে নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং (বি.পি.সি.চি.এইচ.এন) বা পোস্ট বেসিক নার্সিং (২০২০/২০২১ সালে পাশ হতে হবে) কোর্স পাশরা যোগ্য। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। এম.এস.অফিস, ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে ১-৪-২০২১ এর হিসাবে ৪০ বছরের মধ্যে। তপশিলীরা, ও.বি.সি রা ৫ বছর বয়সে ছাড় পাবেন।
পারিশ্রমিক: মাসে ২০,০০০ টাকা।
এছাড়াও মাসে ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন।
শূন্যপদ : ১৫০০ (জেনাঃ ৭৮০, ও.বি.সি এ ক্যাটেগরি ১৫০, ও.বি.সি বি ক্যাটেগরি ১০৫, তঃজাঃ ৩৩০, তঃউঃজাঃ ৯০, প্রতিবন্ধী ৪৫)।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ১০০ নম্বরের পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য থাকবে ৮৫% ও ইন্টারভিউয়ের জন্য ১৫%। এরপর মেধা তালিকা তৈরি হবে।
আগ্ৰহী প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.wbhealth.gov.in তখন ইউজার আই.ডি ও পাশওয়ার্ড পাবেন। এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে ১২ নভেম্বরের মধ্যে। তারপর ওই ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন